হৃদয় দিয়ে বেদনা নিয়ে ভালোবেসেছি যারে
    ✍-উজ্জ্বল সরদার আর্য        

        হৃদয় দিয়ে বেদনা নিয়ে ভালো বেসেছি যারে,
      সেকি আসবে কোনদিন হেমন্ত রঙিন এই পথ ধরে।
                  আশা নিয়ে যত পূজাতে রত  
                       ফুল দিয়েছিনু চরণে,
       জনম ধরে অশ্রু ঝরে প্রেমের প্রদীপ জ্বলে প্রাণে।
                  কতদিন আর খুঁজবো তোমার
           কত রক্ত দেবো ললাট ঠুকিয়ে তব দ্বারে।।

          আজ ব্যর্থ ফুলেরা যায় ঝরে ঝরবো আমি,
    কি হবে আর বেঁচে থেকে আমার গন্ধ কেড়েছ তুমি।
           তাই শেষ বিকেলে পথ চারিণীর পদ তলে
                    হলো আমার শেষ ঠিকানা,
    তুমি দেখে ও দেখলে না, আমি শুনি সেই নূপুরগুঞ্জনা।
         কত ব্যথা ভরা মনে স্মৃতিরা জাগে বিরহ গানে,
             কত জনম গেলো তারে চেয়ে এই প্রাণে,
     আজ বাসনার বক্ষে কেঁদে মরে ক্ষুধিত যৌবন ওরে।।
      
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ নভেম্বর ২০১৯ সাল
বাংলা -২৬ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।