রহস্যময়ী রাত্রি
    ✍-উজ্জ্বল সরদার আর্য

    রাত্রি তুমি বড়ই রহস্যময় নির্দয়,
    পূর্ণিমায় জেগে ওঠা যৌবনার অধরে চুম্বন এঁকে      
    অক্ষরবৃত্তে লিখছে কবিতা ছদ্মবেশী পুরুষ।

    এখন ওদের চোখে নিদারুণ স্বপ্ন,
    ইন্দ্রিয় সব খাঁড়া হয়ে ওঠে নারীত্ব কল্পনায়।

    এ-রাজ্য আর ক্ষুধার্তের নয়, বেলাশেষে মরেছে
    পথশিশু-বৃদ্ধ-গরীব গৃহ বধূ অবহেলায়!
    এ-রাত আর দিনভর ব্যস্ততা শেষে
    ক্লান্ত নিদ্রামগ্ন কবিতার নয়!

    এ-রাত দুধে ধোঁয়া দেহে কস্তূরীর গন্ধ ঢেলে,
    সজ্জিত দেবদাসী অনুপ্রবেশে জেগে ওঠা ঈশ্বরের!
    আর অপলকে তাকিয়ে নৃত্য দেখা,
    পেট ভরে মদ গিলে লুটিয়ে পড়া উর্বশীর বুকে!
    
     রাত্রি তুমি বড়ই রহস্যময় নির্দয়  -----
     এখনো তোমার বুকে জেগে ওঠা যৌবনের
     হিংস্র রূপ দেখি গাড় বীর্য মাখানো
     মলিন উপন্যাসের পাতায়।

     এখনো দেখি উপত্যকায় রক্তের তীব্র স্রোত,
     দেখি ঠোঁটকাটা মুখে জ্বলন্ত সিগারেটের ছাপ,
     দিনের আলোয় জেগে ওঠা বিদ্রোহ
     এখন কেবলি মৃত লাশ।

    রাত্রি কত দেখবো আর রক্তে ভেজা
    চোখের জলে ভোর?
    কত দেখবো আর স্তন ছিঁড়ে খাওয়া
    কুকুরের হিংস্রতার ছবি?


রচনাকাল- ২০ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ,
             ৬ মাঘ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
             দাকোপ খুলনা, বাংলাদেশ।