রাষ্ট্রকূট
     ✍-উজ্জ্বল সরদার আর্য

          আমাদের খেয়ে আমাদের শাসিয়ে
             আমাদের করো শাসন-শোষণ,
       ভুলে যেওনা আমায়-আমাদের করুণায়
              হয়েছ তুমি রাষ্ট্রীয় মহাজন।
          আজ আর শুনবো না কোন কথা
                   ভেঙেছ ধর্ম প্রথা,
             লোভ-লালসায় ভরা প্রাণ!
  অনাহারে মরছে প্রজা মদ্য পানে মত্ত রাজা,
         অন্দরমহলে নর্তকী-নর্তন করে
          অমৃত খোঁজে ক্ষুধিত যৌবন।

    হে-ভূপতি, ভুলেছ তুমি-তোমার কার্য
       নিজ সম্পত্তি ভেবো না এই রাজ্য-
             মানবধর্ম-মানুষকে বাঁচায়!
তুমি তো ভোগ বিলাসী, ফুল ঝরাও রাশি-রাশি,
         কত নিরীহ নারী সতীত্ব হারায়।
  কূটনৈতিক দ্বন্দ্বে দহন জ্বালিয়ে স্বদেশ পুড়িয়ে
               আমাদের মেরেছ কত,
      ক্ষমতার অপব্যবহার দেখি শত শত-
           নেমেছে দেশ জুড়ে দরিদ্রতা!
   বিঁধবার বেসে পথে এসে মা আমার কাঁদে,
      শত সন্তান মরছে-মেরেছে ওরা বেঁধে,
           আজ বুকে তার শুধুই শূন্যতা।

      তাই নেমেছি পথে সকলে একসাথে
                    ন্যায়ের আশায়,
    ওই রাষ্ট্রকূটকে মেশাবো এই পথের ধূলায়-
                    বাধিয়ে গৃহ যুদ্ধ!
           যদি রক্ত লাগে আরো দেবো
              প্রাণ দিয়েছি প্রাণ নেবো
     রুদ্র তাণ্ডব হবে, সংগ্রাম হবে, হয়েছি ক্রুদ্ধ।



রচনাকাল ২৩ নভেম্বর ২০১৭ সাল,
বাংলা- ৭ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।