রাজনীতি নয় দেশ ভক্তি চাই
✍-উজ্জ্বল সরদার আর্য

   দেশ জুড়ে চলছে আজ রাজনৈতিক আন্দোলন,
   দল-বেদল করছে দ্বন্দ্ব, মানুষ মরছে সর্বক্ষণ।
   এখন এ-দেশ হয়েছে নেতা-নেত্রীদের সম্পত্তি,
   কর্তব্য-ধর্ম-ন্যায় ভুলেছে, ভুলেছে দেশ ভক্তি।
   ছলাকলা মোহিনী মায়ায় জনতার মন ভোলায়,
   রাজ আসন দখল করে সম্পদ লুট করে খায়।
   করে ক্ষমতার অপব্যবহার এবং শাসন-শোষণ,
   জনতা ঠকিয়ে শিল্প পতি হতে চায় ওরা এখন।

   আজ রাজনীতি হয়েছে ওদের ব্যবসা ক্ষেত্র,
   ওরা চোর-ঘুষখোর-লুণ্ঠন কারি দুর্নীতির মিত্র।
   দেশের জনতা অনাহারে মরছে পথে-ঘাটে,
   আর ওরা সকল সম্পদ নিয়েছে লুটে-পুঁটে।
   এখন ওদের বিলাসিতা দেখি, শুনি কত কীর্তি
   দামি বাড়ি,গাড়িতে চড়ে রোজ দেখায় মিথ্যা প্রীতি।
   ওরা নাকি সেলেব্রিটি, পদচারণে চারিদিক ধন্য!
   আমরা খুঁজি খাদ্য,আশ্রয়,কাপড়ে ঢাকতে চাই নগ্ন।

   জানি, ক্ষমতা-অর্থ-অহংকারে হারিয়ে যায় মনুষ্যত্ব,
   ওরা দুরাচারী,সুযোগ সন্ধানী,আজ সত্য সব লুপ্ত।
   তাই চেতনায় এসো, হে-জনতা যদি চাও বাঁচতে
   আর দাস হয়ে নয়, বীর হয়ে এগিয়ে যাও লড়তে।
   ওরা ছলাকলা কৌশলে ভয়ে-ভিতু করে এবং করবে,
   কিন্তু আজকের জনতার কাছে সব পরাজিত হবে।


রচনাকাল - ১৮ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ
               ১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
               দাকোপ খুলনা, বাংলাদেশ।