আর কতকাল থাকবো একা
✍- উজ্জ্বল সরদার আর্য
আর কতকাল থাকবো একা?
তুমি আসতে চেয়ে এলে না গো,
দিলে না আমায় দেখা।
আকুল অন্তরে কত স্বপ্ন সাজাই নির্জনে
এসো তুমি ফিরে আমার প্রাণে,
মনে পড়ে বসন্ত বিকেলের স্মৃতি
মুখোমুখি বসে গেয়েছি কত গীতি
প্রীতি ভুলে গেলে চলে দিলে ধোঁকা।।
অন্তরে আজ বেদনা জাগে
তোমাকে খুঁজি অনুরাগে
জানিনা তারে দেখা পাবো কি না
আমি মায়ায় বেঁধেছি আমার প্রাণ তোমার সঙ্গে।
আজ নির্জনে রজনী যাপনে
মনে পড়ে কত তোমার মুখখানি,
ডেকেছি বহুবার তবু আসনি -
বেদনায় প্রাণ যায়-যায় চলে বেলা
অশ্রু করে খেলা, শাওন রাতে
ডেকেছি কত বিদায় নিতে
আজ যাবো চলে বিরহ বারীশে ডুবে থাকা।
রচনাকাল, ১৮ এপ্রিল ২০২০ সাল,
বাংলা,৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ শনিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।