পুড়ছে বাংলা
✍-উজ্জ্বল সরদার আর্য
নিশুতি রাতের অন্ধকারে দুর্বৃত্তের দাবানলে পুড়ছে বাংলা,
চারিদিকে চিৎকার কাঁপছে পৃথিবী থর্-থর্ ডুবেছে অকালে
জীবন বেলা।
ওরে ক্লান্ত শ্রান্ত নিদ্রিত জনতা জাগো-এবার জাগো,
ওই মৌলবাদীরা বেঁধেছে সঙ্গ- করছে হিন্দু নির্যাতন!
সাম্প্রদায়িক হামলায় আজ শুধু প্রাণ যায়
কে নেভাবে এই দহন?
ওরা ভেঙেছে মন্দির ভেঙেছে মূর্তি ভুলেছে
অসাম্প্রদায়িক প্রীতি,
রক্ত তৃষ্ণায় দিশা হারিয়ে পূজারীর প্রাণ নিয়ে
সংখ্যাগরিষ্ঠরা দেখায় অপশক্তি।
তবু এদেশে বিচার নেই, শান্তি নেই, নেই প্রতিবাদ-প্রতিশোধ
চলছে মিথ্যা ষড়যন্ত্র ওরা করতে চায় রাজ্যচ্যুত, করেছে পথ
অবরোধ- শুধু দেখি মানবতার অবক্ষয়!
ধর্ম অন্ধের দল মাতাল সব বেসামাল বাধিয়ে কোলাহল
সব করলো লয়।
এখন রক্তাক্ত শারদ দাঁড়িয়ে আছে বিধবার বেশে,
বুকে তার ঘন আঁধার দু-চোখে অশ্রু যায় ভেসে।
হত্যা,লুট,অপহরণ, নারী ধর্ষণ চলবে কতদিন আর
এই বাংলায়?
বিধাতা শূন্য মন্দির দাঁড়িয়ে অপেক্ষায়- করছে রজনী পার,
হে-জনতা হও একতা এবার।
আর কতদিন কাঁদবো আমি, কাঁদবে তুমি, কাঁদছে দেখো মা!
ভয়ে ভিতু প্রাণ খুঁজছে ভগবান, রুদ্ধ ঘরে বন্দী হয়ে
অশ্রুজলে আরতি সাজিয়ে, কতদিন আর করবে ক্ষমা?
সময় হয়েছে এবার পথে নামার, রুদ্র রূপে বিদ্রোহ মনে
করো গর্জন-
জীবনের অধিকার জীবন দিয়ে নাও রক্ত মাখা ইতিহাসের
সাক্ষী হও, বাঁচালে আপন সংস্কৃতি বাঁচবে সম্মান ।
রচনাকাল ২১ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ
বাংলা- ৩ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।