প্রভাত প্রভায় পুষ্প ফোটে ছড়ায় সমীরে সুগন্ধ
✍উজ্জ্বল সরদার আর্য
প্রভাত প্রভায় পুষ্প ফোটে
ছড়ায় সমীরে সুগন্ধ ।
বেলা শেষে যায় ঝরে
মিলিয়ে জীবনের ছন্দ।
ওই কোমল তরুর তলদেশে
তন্দ্রিত হবো কবে আমি
আমার মরণ বীণা আজও বাজে না
ব্যাকুল প্রাণ অমৃত পানে হতে চায় দহন দগ্ধ।
প্রভাত প্রভায় পুষ্প ফোটে
ছোঁড়ায় সমীরে সুগন্ধ।
জীবন সত্য,জনম সত্য,
মৃত্যুতে-মুক্তি’ সত্য-রে;
সুখ,দুঃখ,সংসার-সংগ্রাম হতে
তাই বিদায় চেয়েছি ওরে।
কেউ যায় আগে
কেউ বা পরে
আমার যাবার হলো গো সময়
শান্তি সুখে পড়েছি ঘুমিয়ে
বিরহ বিষ পানে থামিয়ে জীবন যুদ্ধ।
প্রভাত প্রভায় পুষ্প ফোটে
ছোঁড়ায় সমীরে সুগন্ধ।
✍-উজ্জ্বল সরদার আর্য (গীতিকাব্য)
রচনাকাল ১৬ জানুয়ারি ২০২০ সাল
বাংলা-১ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।