প্রভাত রবি
     ✍উজ্জ্বল সরদার আর্য

কত রাত কেটে গেলো পাখির বাসায় মুখ লুকিয়ে।
তবু প্রভাত রবি এলোনা গৌর শিখর টপ্‌কে পেরিয়ে।।
         তবে আর হবো কত মর্মাহত
              দ্বিধা-দ্বন্দ্বে যায় বেলা
    জননী আমার কাঁদছে বসে তীর্থে এসে
             ভাসিয়ে রক্তের ভেলা।
      ওগো তাই দ্বার খোল  ছুটে চলো
             সকল বাঁধা পার হয়ে,
       জন্মভূমি-জীবনের থেকে দামী
           রাঙিয়ে দাও রক্ত দিয়ে।
     আঁধার ঘুচে যাক দাও ঐক্যের ডাক
          পথে এবার এসো বন্ধু তুমি
   রাখো হাতে হাত মার শত্রুর বুকে ঘাত
                আমরা সংগ্রামী -
         দুর্জয় সাহসে যাব এগিয়ে,
          শৃঙ্গি ভেঙে উঠবো রেঙে
               দুলিয়া দুলিয়ে,
কত রাত কেটে গেলো পাখির বাসায় মুখ লুকিয়ে।।

   আজ চলবে হরতাল, মিছিল, অবরোধ -
            নেবো আমরা প্রতিশোধ,
     ধরবো চেপে গোলা পরবো মুণ্ডমালা
        দেখবি তোরা আমাদের ক্রোধ।
শক্ত হাতে লড়তে হবে তলোয়ার ধরতে হবে
            মারতে হবে পাঁজর খুলে,
     নিরন্ত মনের আগুন আসবে ফাগুন
          বিজয় এলে নিখিল দুলে।
       ততক্ষণ রণক্ষেত্রের রক্ত মাখি
           বন্ধু, আমি তোমায় দেখি
         তুমি ভেঙেছ জেলের তালা
   অন্তরে আগুন জ্বালা রক্ত ঝরানো আঁখি-
               ছুটেছ নির্ভয়ে,
      আমিও থাকবোনা আর থেমে
          ইতিহাস লিখবো ক্ষয়ে -
      তোমার আমার প্রাণের বিনিময়ে,      
কত রাত কেটে গেলো পাখির বাসায় মুখ লুকিয়ে।।



রচনাকাল, ১৬  ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ,
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।