প্রত্যুত্তর চাই
✍-উজ্জ্বল সরদার আর্য
সদা-সর্বদা অন্তরে বাজে
তোমার গান,
আমি তোমার অধম ভক্ত
তুমি যে ভগবান।
আদি শক্তির উপর ভর করেছে
দুশমন যখন,
তুমি রুদ্র রূপে ভুবনে এসে
বিধ্বংস করছো তখন।
বলেছো কত অমর জ্ঞানী কথা
রচিত হয়েছে শ্রেষ্ঠ গ্রন্থ গাঁথা,
প্রেম-ক্ষমা-করুণার জ্ঞান
যেন অমৃত সমান
তবু যেন সব আজ হয়েছে বৃথা।
আজ আমি দেখি দ্বারে হিংসার
কপট ছবি,
অধর্ম অভ্রে ঢেকেছে রবি-
পৃথিবী জুড়ে অন্ধকার!
কলহ-দ্রোহ ক্ষত বিগ্রহ আমার
করি শুধু চিৎকার।
আমি দেখেছি--মিথ্যা অনুবিধি
শত্রুর সম্মুখে যারা শৃঙ্গী হয়ে দাঁড়ায়
বিচারের বাণীতে তারা কেঁদে যায়
মৃত্যুপথে ছোটে নিরবধি।
আমি দেখেছি--পথ শিশুর কান্না প্রভাতে
কুকুরের সাথে খেতে
পচা-বাসি-উচ্ছিষ্ট খাবার
ছুটে চলে সারাদিন অনন্ত পথ বিহীন
শীতের রাত্রে কাঁপতে থরথর।
আমি দেখি--
এই পৃথিবীতে মানুষ-মানুষকে মারে
অভাবে পড়ে চরণ ধরে
মানুষে-মানুষে করে যুদ্ধ-বিদ্রোহ
প্রতিশোধ-প্রতিহিংসায় জর্জরিত সবাই
লালসিত অন্তরে পেয়েছে সম্মোহ।
তবে তুমি আজ কেন শান্ত? লহরীতে সাগর অশান্ত -
বসন্ত হয়েছে সঙ্গীত হারা!
ফুল ঝরে যায় লুটিয়ে পড়ে মৃত্তিকায়
নয়নে ঝরে শুধু ঝর্ণা ধারা।
তাই বাহু তুলে অশ্রু জলে ডাকি
ওগো-তোমার,
সৃষ্টি বিরুদ্ধে বিদ্রোহ করে যারা
সকলে ক্ষমা পেলো কি এবার?
✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৮ নভেম্বর ২০২০ সাল,
বাংলা ২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।