প্রতিঘাত
      ✍-উজ্জ্বল সরদার আর্য

ভীতু-দুর্বল কলহ-কোলাহল, ভয় পেতো যারা!
অন্যায়ের বিরুদ্ধে দল বেধে, রুখে দাঁড়িয়েছে তারা।
তাই স্বাগত জানাতে প্রভাতে এসেছি ছুটে উল্লাসে,
রক্তে তিলক একে তাদের কে দিয়েছি ভালোবেসে।
এবার যাও এগিয়ে জাগিয়ে দ্রোহ ওদের তোরণ দ্বারে,
প্রতিশোধ-প্রতিঘাত শত্রুপাত করো হে এবারে।

কম্পিত অন্তরীক্ষ ক্ষত বক্ষ আমার রক্ত ঝরে,
বিজলীর আলো এবার জ্বালো ঘরে-ঘরে অন্তরে।
আঁখিতে অভ্র জমেছে মরছে কত নীরহ-নবীন,
শতাব্দীর সাক্ষী হতে নিশিতে জেগেছিল ওরা সেদিন।
তবু নই শোকাহত ক্ষতবিক্ষত যত হাসি প্রাণ দানে,
স্বাধীন-সঙ্গীতে উঠেছি মেতে স্বদেশ জুড়ে এই দিনে।

অখণ্ডকে খণ্ড করি তরবারি লয়ে হাতে আজ,
রক্তপিপাসু আমি সংগ্রামী কোথায় শত্রুরাজ?
ভোরের-ভৈরবী রাগে জাগে রক্তিম-রবি প্রাচীতে,
রক্তে-রঞ্জিত-রণভূমি আমি দেখি নিষ্ঠুর সংঘাতে।  
মরণ খেলা খেলি যত অতৃপ্ত হই তত, করো রক্ত দান!
আমি মহাকাল-কালি পুতলি নই, নেবো তোদের প্রাণ।

কত অন্যায়-অবিচার সংহার করেছে দিনে-রাতে,
অনাহারে-অন্ত কত জীবন্ত পুড়িয়েছে অগ্নিতে।
আর কত হবে ক্ষয়? ধর্ষিত হয় মা-বোন আমার,
বন্দী ঘরে নির্যাতনে মরে, মেরেছে কবির কবিতার।
ছিল করুণ কাহিনী রক্তে লেখা কত অসমাপ্ত জীবন,
ছিঁড়ে ফেলা ফুল হারায় কূল,ভাগ্যে মেলেছে পদচারণ।
  
তবু ওরা নাকি নির্দোষ রাক্ষস মায়াবী অরণ্য করে সৃষ্টি,
রক্ত-মাংসের আশায় করে লয়, অনন্তযৌবনায় রাখে দৃষ্টি।
অমৃত আস্বাদন করে সর্বক্ষণ হয়ে রাজ্যের অধিপতি,
মন্ত্রী-নেতায় ভরেছে দেশ করছে চুরি-ডাকাতি।
তাই জেগেছে-জনতা জাগো তুমি সংগ্রামী হতে,
মিছিল-মাদল উঠুক বেজে যাও যুদ্ধে লড়তে।





রচনাকাল, ২৪ মে ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা ১০ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।