প্রতিমা পূজা
      ✍️-উজ্জ্বল সরদার আর্য

ঘরের দুর্গা নির্বল আজ শোষিত পীড়িত
অত্যাচারে,
আমরা মেতে আছি মাটির প্রতিমা পূজায়
শত সহস্র শতাব্দী ধরে।
অনাদরে মা কাঁদছে বসে, নির্বাসিতা-  
বিধবা বেশে, তোমার দেশের পথে-পথে!
জীর্ণ কঙ্কাল বীভৎস মলিন মুখ, অনাহার-
অসুখ, আমরা মেতেছি উল্লাসে একসাথে।

সুরক্ষা আজ কারো নেই, অসুর রাজ্যে
নিষিদ্ধ পূজা- ওদের মৃত্যু নেই, রক্তবীজ!
কি হবে আর মন্দিরে রণক্ষেত্র সাজিয়ে,
মাটির হাতে খেলনা অস্ত্র ধরিয়ে?
ওরা ভেঙেছে বিগ্রহ রাহু গিলেছে নক্ষত্র গ্রহ
ধর্ষিত নারী মৃত্যুতে নিস্তেজ।

ঘরে ঘরে জন্মেছে মহিষাসুর,অন্ধক,
মধুকৈটভ,রুরু,তারকা, বিধ্বস্ত সভ্যতা-
সুশীল সমাজে নারী রক্ষিতা, কাঁদছে নীহারিকা।
ধর্মান্ধ, ধর্ম ব্যবসায় লুট করে খায়, বিস্তার সুগন্ধ -
মন্দির সাজায় আলোক সজ্জায়,
নৈবেদ্য নিবেদন, পুষ্প অর্পণ, সব কেবল অভিনয়।
ওরা ভিতু, নপুংসক পূজারী, বাঁচার আশায়
করে শ্রী হরি, শ্রী হরি, গর্জিত তরবারি -
শুধু বীরের হাতে,
সমাজ শুদ্ধতায় যারা দিয়েছে বলিদান
তারাই হয়ে উঠেছে ভগবান
শ্রী কৃষ্ণ অর্জুন আজও অমর কুরুক্ষেত্র সংঘাতে।

রচনাকাল ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ
১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।