প্রণাম করি তব হৃদয় ভক্তিতে
     ✍-উজ্জ্বল সরদার আর্য


প্রণাম করি তব হৃদয় ভক্তিতে।
প্রেমের প্রদীপ জ্বালিয়ে প্রাণে আরতি করি অশ্রু নয়নে
তোমারে,
তুমি সত্য-সুন্দর করি তব বন্দনা মম প্রেমেতে---
ভক্তিতে ভক্তিতে।।

কি জানি কিসের পিপাসায় ডাকি গো তোমায় সকাল-সন্ধ্যা,
করি আরতি-নৃত্য তব মন্দিরে সঙ্গীতে।
ভক্তিতে ভক্তিতে।।

আনন্দের বারি আঁখিতে এসেছে তোমায় পেতে কত
পূজারী বেসে তোমার রূপ নাম রসে হয়ে আছে মত্ত।
তব সম্মুখে গিয়ে পড়ি লুটিয়ে চরণ রঞ্জিত করি দলিত ক্ষত
বুকের রক্তে ।
ভক্তিতে ভক্তিতে।।



✍উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল - ২৪ জানুয়ারি ২০২০,
বাংলা ৯ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।