প্রকৃতির প্রতিরূপ ওগো তুমি নারী
✍-উজ্জ্বল সরদার আর্য
প্রকৃতির প্রতিরূপ ওগো তুমি নারী,
পুরুষ হয়ে-হয়েছি ভোলা ভিখারি।
তোমার স্মরণে মগ্ন ওগো এই প্রাণ,
যুগে যুগে গেয়ে যাই তোমার ওই গান।
তবে তুমি তুষ্টি হবে কবে?
বেলা যায় অপূর্ণ হৃদয় বিদায় বলবে।
জাগ্রত জগতে তুমি ওগো মহামায়া,
এই বুকে আজও আছে তোমার পদছায়া।
পথের পান্থ হয়ে ক্লান্ত পথে পড়ে আছে দিবারাত্রি,
মমতায় দুলে নয়ন মেলে দেখ হে সতী-সাবিত্রী।
খুঁজে নাও তুমি শ্রেষ্ঠ যোগী,
সাধন সিদ্ধ হবে পাবো সঙ্গী।
সাধকের সাধনায় যদি হয় প্রকৃতি পুলকিত,
আসে ছুটে রক্তাক্ত চরণে পায় পুরুষ অমরত্ব।
সেই সাধক সাধনা ভুলে আজ করছে অহংকার,
বলে তুমি মায়া আমি অজেয় আমাতে তুমি অমর।
শুনে হেসে-হেসে বলে কথা অমৃত বাক্য গাঁথা,
আমার ধ্যানে নিজেকে চেনো করো না মূর্খতা।
প্রকৃতির পূজায় সমর্পণ হওয়ায় পেয়েছ যশ খ্যাতি,
পূজারীর প্রাণে জেগেছে আজ কুটিল-কূটনীতি।
তাই সমাজে হচ্ছে ক্ষতবিক্ষত আমার প্রতিমূর্তি,
কে চিনেছে আমায়? আমি জগদ্ধাত্রী!
কবি কবিতায় এঁকেছে ওগো তাই তোমার,
কোন কিছু নেই এই সংসারে নারীর উপর।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৪ অক্টোবর ২০১৮সাল
দাকোপ খুলনা, বাংলাদেশ।