প্রিয়তমা
   ✍-উজ্জ্বল সরদার আর্য

      আমাকে একা ফেলে চলে গেলে
           ওগো আমার প্রিয়তমা,
          অপেক্ষা করি মিনতি করি
          আমার অপরাধ করো ক্ষমা।
         প্রদীপের পদ তলে অন্তরালে
              আছো তুমি লুকিয়ে,
     পতিত-পুষ্প-পদপিষ্ট হয়েছি লক্ষ্যভ্রষ্ট
               আছি মাটিতে লুটিয়ে।
              যদিও দ্বারে আজ বসন্ত
            ফুলে-ফুলে সেজেছে দিগন্ত
         তবুও তোমার বিহনে এই মনে
                 সকল আশা অন্ত।

          তাই শূল ফোটে জেগে ওঠে
             ক্ষণে-ক্ষণে বুকে ব্যথা,
         বিরহ-ব্যাকুলতা তুমি বনলতা
    লেখা আছে সে-প্রেমের কত ছন্দঃ গাথা।
          আজ শুধু ছুটে চলি সারাদিন
                 অনন্ত পথ বিহীন,
       খুঁজছি দেশ-বিদেশ তুমি নিরুদ্দেশ
              থাকবে আর কতদিন?
        আমাকে একা ফেলে চলে গেলে
             ওগো আমার প্রিয়তমা,
            অপেক্ষা করি মিনতি করি
           আমার অপরাধ করো ক্ষমা।

            যৌবনে-যোগীদের মত
     আমার প্রেমে নিত্য থাকতে মৌনব্রত,
    সহসা এসে ক্ষণকালে ক্ষীণ মনঃ মলিন
        করেছো হৃদয় কে ক্ষত-বিক্ষত।
   এখন গোধূলি গগনে চেয়ে ধ্রুবতারা ছুঁয়ে
                তোমারে দেখি,
        নিশি শেষে বিদায় বলো হেসে
           তুমি যে আমার প্রাণ সখী।
     তাই প্রতীক্ষা করি ঘাটে বেঁধে তরী
             বিরহ বেলা বয়ে যায়,
        আগেই বুজেছি বাজবেনা বেণু
      চলে গেছে ছেড়ে প্রিয়তমা আমায়।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল- ২২ মে ২০১৭ সাল।
বাংলা ৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।