প্রভাতী পুষ্প ঝরে পড়েছে গোধূলিতে গঙ্গায়
✍-উজ্জ্বল সরদার আর্য
প্রভাতী পুষ্প ঝরে পড়েছে গোধূলিতে গঙ্গায়,
স্মৃতি বিজড়িত প্রাণ করে গুণগান
সন্ধান করি হে তোমায়।
ওগো তুমি সুন্দর সুগন্ধে ঘেরা পাপড়ি তোমার
তুমি ছুঁয়েছিলে প্রাণ,
সৌরভ ছড়িয়েছিলে ভুবনে ফুটেছিলে আমার বনে
দিয়েছিলে দান ধন্য আমার যৌবন।
তাই হর্ষে গোধূলির আকাশে রং ছড়িয়েছি
রাঙিয়েছি তারে রাঙিয়েছি,
এঁকেছি ছবি হয়েছি কবি
লিখেছি কবিতা ভালবেসেছি।
দেখেছি কত স্বপ্ন তুমি অনন্য
আশা জাগিয়ে ছিলে আমার প্রাণে,
সেই তুমি চলে গলে আমারে ফেলে
রেখে গেলে রিক্ত কাননে।
তবে হে বসন্তের ফুল কেন ফুটেছিলে,
কেন ঘুম ভাঙালে সুগন্ধ দানে?
মিছে মায়ায় করেছে হৃদয় হরণ
বুকে বিরহ চোখে বর্ষণ
আছি স্মৃতি-স্মরণে।
আজ কোথায় হে পূর্ণ প্রভা ভুবন সুন্দরী?
তুমি শিল্পীর অধরা মাধুরী-
সন্ধ্যার ধ্রুবতারা,
পাথর করেছি ক্ষত গড়েছি মূর্তি কত
চরণে ঝরাই অশ্রুধারা।
আজ ঝরে গেছে যৌবন জীর্ণ জীবন
ঝরে যায় এভাবে কত ফুল,
আমি পড়ে পথে রেখেছি তারে হৃদয় রথে
আমরা ভুল ওরা চিরকাল নির্ভুল।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২২ জুন ২০১৯ সাল
বাংলা- ৬ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ ( শনিবার )
দাকোপ খুলনা, বাংলাদেশ।