১৮৪★
চাহিদা মাত্রায় যে জিনিশের সংখ্যা
যতো কম,
তার মূল্য ততবেশি।
-উজ্জ্বল
১৮৫★
লাল রংটা আসলে আলাদা সুন্দর সৌকর্য়ময়,
কখনো কখনো মানুষ একে দেখে ভয়পায়,
আবার, কখনো কখনো এইটার রূপে মুগ্ধ হয়ে
মানুষ মানষের সংস্পর্শে যেতে চায়।
- উজ্জ্বল সরদার।
১৮৬★
ঘুমিয়ে আবেগের ঘরে কতো সুন্দর স্বপ্ন
দেখা যায়,
কিন্তু বাস্তবের পথে পা রাখতেই কাঁটায়
রক্ত ঝরে যায়।
উজ্জ্বল।
১৮৭★
চোখ দেখতে প্রেয় একি রকম সুন্দর হলেও,
তার দৃষ্টি কিন্তু একিরকম নয়।
যেমন, অনেকে দেখে নদী মানে জল আর
মাটি,
আবার, অনেকে দেখে এইতো মহামায়া
শ্রেষ্ঠ সুন্দরী পার্বতী।
উজ্জ্বল সরদার
১৮৮★
জীবনে ছুটে চলার ক্ষেত্রে সর্বদা সময়ে
গুরুত্ব দেওয়া'ই প্রয়জন,
সঠিক সময়ে সঠিক কর্ম না করলে -
জীবন চিরদিনের জন্য থমকে যেতে পারে।
উজ্জ্বল সরদার
১৮৯★
তথাকথিত সামাজিকতা নামক
অসামাজিকতা মানুষের সর্বদা আবাদ্ধ
করে, শোষণ করে, তিলে তিলে মারতে
থাকে ,
তাই এদের ধিককার দিয়ে, সকল বাঁধা
ঘুচিয়ে, নিজেকে নিজের মতো করে
সাজিয়ে পথ চলুন।
তবেই জীবনকে উপলব্ধি করতে পারবেন ----
(উজ্জ্বল সরদার।)
১৯০★
চরিত্রহীন মানুষ ভয়ঙ্কর পশুর থেকেও
ভয়ঙ্কর ,
একটা ভয়ঙ্কর পশু কঠোর চেষ্টা করে হয়তো
একজনকে দেহান্ত ঘটাতে পারে,
কিন্তু একজন চরিত্রহীন মানুষ সহজে হাজার
জনের চরিত্রহীন করে সমাজে তাদের
সকলকে দেহান্ত ঘটিয়ে'ই ছাড়ে।
- উজ্জ্বল সরদার
১৯১★
নিজের বীরত্ব যদি এতই দেখাতে চাও,
তবে দেশের জন্য সংগ্রাম করতে শত্রুর
সম্মুখে বীরত্ব দেখাও,
শান্তি নিকেতনে, রাতের অন্ধকারে,
নিজের সারথ্যের জন্য যদি দুর্বল সৈনিকের
উপর অস্ত্র চালিয়ে তাকে দেহান্ত করে
থাকো,
তবে তুমি সবথেকে ভীরু, কাপুরুষ এবং মূর্খ।
-(উজ্জ্বল সরদার)
১৯২★
যারা হর্ষে ধরেছে কবির বেশ,
তারা কি আর গড়তে পারে শান্তিপূর্ণ
পরিবেশ??
'ujjal ''উজ্জ্বল সরদার
১৯৩★
আজ বাহিরের অবয়বকে বেশি গুরুত্ব দিয়ে
দেখে মানুষ,
কিন্তু অবয়বকে পরিচালনা করেতো সুন্দর
মোন,
তাই আজ সুন্দর হৃদয়কে রেখে অবয়বকে
ভালোবাসায় হচ্ছে মানুষ মানুষের বিচ্ছেদ,
ঘটছে প্রতিনিয়ত নব দ্বন্দ্ব।
-উজ্জ্বল সরদার
১৯৪★
লোহিত রক্ত চোষা মশা মাছি কে করুণা
করে যতোই ছেড়ে দেবে,
দুর্বল ভেবে, আরো ভালো করে গেড়ে
বসবে।
তাই এদের ধরো আর মারো, লোহিত রক্ত
চোষা শক্র মুক্ত পৃথিবী গড়ো।
উজ্জ্বল সরদার
১৯৫★
বিবেগ জাগ্রত করে সঠিক সিদ্ধান্ত নিয়ে,
সঠিক কার্য করলে, তার ফল অতি অমৃত এবং
সুস্বাদু হয়।
--উজ্জ্বল সরদার
১৯৬★
মানুষের মতো মানুষ হতে পারলাম না,
তাই তোমাদের হৃদয় দিয়ে ভালোবেসে
যেতে ব্যর্থ হলাম।
যদি, কোন জন্মে মানুষের মতো মানুষ হয়ে
আসতে পারি,
তবে, সেদিন জীবন দিয়ে তোমাদের
ভালোবেসে যাবো।
উজ্জ্বল সরদার
১৯৭★
পৃথিবীর মাঝে হাজার ও কষ্টের মধ্যে
ক্ষুধা, দরিদ্রতা'ই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ
পীড়াদায়ক।
আর এটা যখন চপলার ন্যায় বিদ্রোহের
গর্জন করে,
তখন সর্ব শ্রেষ্ঠ ভয়ঙ্কর বিদ্রোহ পরিচিত
পায়।
উজ্জ্বল সরদার
১৯৮★
উদাসী বাতাস সকল বৃক্ষ হতে ফুল ঝরাতে
চায়,
তুমি ওকে বাঁধা দিয়ে, মিছে প্রেমে
আবাদ্ধ করতে চাও কেন বলতো?
আর যখন আবাদ্ধ করতে না পারো তখন
নিজে নিজেকে পীড়া প্রদান করো।
বড্ড আজব তুমি ----
উজ্জ্বল সরদার
১৯৯★
যশ, খ্যাতি , সম্মান, চরিত্র মানব জীবনের
শ্রেষ্ঠ সম্পৎ,
আর এটা প্রাপ্ত করতে হলে যুগে যুগে
জন্মে জন্মে কঠোর থেকে কঠোর সাধনা
করতে হয়।
তাই তুমি যে স্তরের মানুষ'ই হওনা কেন,
নির্মল আত্মা নিয়ে সঠিক কর্ম এবং সাধনা
দ্বারা এগুলি প্রাপ্ত করার চেষ্টা করো।
কিন্তু, লোভ, লালসায় আবাদ্ধ হয়ে কখনো
চরিত্রহীন হওনা।
তবে এদের থেকে তুমি বঞ্চিত হবে আর
কখনো সর্ব শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে
পারবেনা।
(উজ্জ্বল সরদার।)
২০০★
অহংকারে বশীভূত হয়ে নিজে নিজে সর্ব
শ্রেষ্ঠ ভেবোনা,
কারণ সূর্য ডুবে গেলে চতুর্দিক এক
অন্ধকারে ডেকে যায়।
উজ্জ্বল সরদার
২০১★
জ্ঞান যখন মানুষকে ছেড়ে চলে যায়,
তখন প্রতিনিয়ত জঘন্য অপরাধের দণ্ড
প্রাপ্ত'ই হয়ে থাকে ।
উজ্জ্বল সরদার।
২০২★
নিজের চিন্তা মানুষকে সর্বদা দুর্বল করে
দেয়, উচু মস্তক মৃত্তিকায় লুণ্ঠিত করিয়ে
দেয়।
কিন্তু যখন বিশ্ব সংসার দেশ কে নিয়ে
ভাবা হয়,
তখন জীর্ণ দেহ আবার নব নবীন রূপ ধারণ করে।
উজ্জ্বল
২০৩★
জীবন কেবল উপলব্ধির পাত্র,
তাই নিজেকে বড়ো মনেকরে এতো না
ভেবে, অপরকে নিয়ে ভাবুন।
উজ্জ্বল সরদার
২০৪★
প্রদীপের পশ্চাতে তমিস্রা নিলয়ে আবদ্ধ
এই সমাজের নংরা রূপ, যদি উজ্জ্বল
রঙ্গমঞ্চ পটভূমিতে দৃশ্যমান অভিনয় করে
সকলের নয়নের সম্মুখে পরিচয় করিয়ে দিতে
গেলেও, নিজের নির্মল চরিত্রকেউ কুলশীত
করতে বাধ্য হতে হয়।
উজ্জ্বল সরদার।★
২০৫★
আজ নিজের নির্মল চরিত্র ঘটন করো, তবে
মা, বাবা হয়ে একদিন সন্তানের নির্মল
চরিত্র নির্মাণ করতে পারবে।(উজ্জ্বল
সরদার)
২০৬★
কষ্ট, দুঃখ,দুর্দশা, পিড়া, লাঞ্ছনা, অপমান,
ধৈর্য দ্বারা হৃদয়ে ধারণ করে যে ব্যক্তি
লড়াই করে পৃথিবীর বুকে বেঁচে থাকার
প্রতিনিয়ত স্বপ্নবনে, সেই প্রকৃত মানুষ।
আর যে ব্যক্তি ভয়ে পরাজিত শিকার
করেনিয়ে পলায়ন করে, সে কোনদিন প্রকৃত
মানুষ হয়ে উঠতে পারেনি, আর পারবেও না।
-উজ্জ্বল সরদার।
২০৭★
নির্মল প্রেমহীন মানুষ পশুর থেকেও
ভয়ানক।
কারণ তার মাঝে ত্যাগ, ক্ষমা, ধৈর্য,
জ্ঞান, কিছু'ই থাকেনা।
-উজ্জ্বল সরদার ★