১৪৭★
গরু এই পৃথিবীকে ভালোবেসে নিজের সব
কিছু বিলিয়ে দিয়ে তৃষিতদের তৃষা মিটিয়ে
চলেছে,
তাই সে পবিত্র বেদে ঈশ্বর রূপে গো মাতা
হয়ে চিহ্নিত হয়েছে ।
কিন্তু এই মানুষ মোহ-লোভ-লালসার বসে
বশীভূত হয়ে এই পৃথিবীকে কেবল ক্ষত-
বিক্ষত করেই চলেছে,
এদের থেকে পৃথিবীর কোন লাভবান তো
হয়না -
বরং ঈশ্বর রূপী শ্রেষ্ঠ সেবাকারি প্রাণীদের
ধ্বংস করে মানুষ হয়ে মানুষ খেকো রাক্ষস
হয়েছে।
উজ্জ্বল সরদার।
১৪৮★
ধর্ম পৃথিবীতে সর্বদা শান্তি স্থাপন করেথাকে
এবং চরিত্র নির্মাণ,
তাই শত কথার এক কথা তেগ-নির্মল প্রেম দ্বারা
পৃথিবীকে ভালোবেসে সেবাকরে যাওয়ায়
হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম।
কিন্তু তুমি যদি অন্ধক এবং মূর্খ সেজে এই
পৃথিবীর সামান্য সেবাকারী হয়ে অন্য
সেবাকারী জীবদের ধ্বংস করে পৃথিবীতে
নব ধর্ম সৃষ্টি করেই থাকো -
তবে সেটা কোন ধর্ম নয়।
- উজ্জ্বল সরদার।
১৪৯★
সারাজীবন মোহ দ্বারা পৃথিবীকে ঘিরে লোভ-
লালসার পাছে ছুটে চললাম,
তৃষিত অন্তরের তৃষা মেটাতে !
কিন্তু লোভী আত্মার তৃষা তো মিটলো'ই না -
শেষে দেহান্ত হয়ে শ্মশানে পুড়ে ভস্ম
হলাম।
কিন্তু অমর সেই হলো যে নির্মল প্রেমে
মুক্ত হয়ে, হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে,
সঠিক চরিত্র নির্মাণ করে সরা জীবন পৃথিবীকে
ভালোবেসে গেল।
- উজ্জ্বল সরদার।
১৫০★
যে ব্যক্তি নিজেকে ভেবে সর্বদা ছুটে চলে
সে জীবিত হয়েও মৃত্যুর সমান,
কারণ সে পৃথিবীর মাঝে নির্মল প্রেম কখনো
তো সৃষ্টি করবেই না -
বরং লোভের বশে ক্ষতি করতেই থাকবে।
- উজ্জ্বল সরদার
১৫১★
নিজের দুঃখ কষ্ট সর্বদা গলার টুঁটি কে চেপেধরে দেহান্ত ঘটাতে থাকে,
কিন্তু
যখনি নির্মল প্রেমে নিজেকে মুক্ত করে
এই পৃথিবীকে ভালোবাসা দেবে
তখনি তুমি অমর হয়ে যাবে।
- উজ্জ্বল সরদার
১৫২★
ধনী-সুন্দরী-অট্টালিকার অনুরূপ তুমি যতো
বড়োই হও,
যদি তোমার কার্ম হয় লোভ-লালসায় অাবাদ্ধ হয়ে
চিরকাল নিজেকে সীমন্তনীর ন্যায় সাজানো,
তবে তুমি আমার কাছে তুচ্ছ-মূর্খ মূঢ় ব্যক্তি।
কোন পান্থ যদি নব পথ রচনা করে রক্তাক্ত
চরণে সকলের জন্য,
তবে সেই আমার কাছে শ্রেষ্ঠ জ্ঞানী এবং
ঈশ্বর অনুরূপ।
- উজ্জ্বল সরদার
১৫৩★
সকল জীবের হৃদয়ে ভালো-মন্দলাগার অনুভূতি
আছে,
তাই তুমি এক জীব হয়ে অন্য জীবের
অনুভূতিকে তুচ্ছ করে কখনো কাউকে
অবহেলা করোনা।
- উজ্জ্বল সরদার
১৫৪★
ক্ষূধা লাগলে খাবার খেলে পেট ভরে,
কিন্তু লোভী তৃষিত অন্তরের তৃষা কেউকি
মেটাতে পারে??
{উজ্জ্বল}
১৫৫★
পৃথিবীতে এসেছো অমর হতে সর্বদা
বীরের ন্যায় ছুটে চলো,
যদি কাপুরুষের মতো অন্তরালে লুকিয়ে জীবিত
হয়েও মৃত্যুর অভিনয় করে সদা পথ চলে থাকো,
তবে কেন পৃথিবীতে জীবিত হয়ে নিবীর্য
কালী মাখতে এলে?
উজ্জ্বল সরদার
১৫৬★
অম্বর হতে বৃষ্টি যতো যরেই ঝর্ণা হয়ে ঝরুক
বারি অবনীতে প্লাবিত হয়ে মৃত্তিকা চিরে ঠিক
সৈকত সলিলে পতিত্ব হয়,
তেমনি তুমি নির্মল প্রেমের মাঝে শৃঙ্গী হয়ে
দাঁড়ালে -
মিহির তোমাকে টপকে মেদনীকে
ভালোবেসে ঠিক সময় মতো কিরণ'ই দেবে।
- উজ্জ্বল সরদার
১৫৭★
জীবের মাঝে ঈশ্বর আমরা সকলে জানি ,
কিন্তু জেনেশুনে জীব হয়ে জীবের
সাথে দ্বন্দ্ব করে গলা কেটে লোহিত রক্ত
পান করে নিজের তরিষা মিটিয়ে নিজে নিজেকে
সর্ব শ্রেষ্ঠ জ্ঞানী কেন মানী ?
- উজ্জ্বল সরদার
১৫৮★
রাজার প্রথম কর্তব্য হয় স্বদেশকে
ভালোবেসে সকল প্রজাদের সুখ প্রদান করা ,
কিন্তু সে যদি নিজের তৃষিত অন্তরের তৃষা
মেটাতে প্রজাদের উপর জোর-জুলুম করে -
তবে সেতো কখনো প্রকৃত রাজ হতেই
পারে না,
বরং স্বদেশের মাঝে প্রতিনিয়ত বহ্নি কুণ্ডলী
জ্বালিয়ে সবকিছু কেবল ধ্বংস করে।
উজ্জ্বল সরদার
১৫৯★
চরিত্রহীন ব্যক্তির চরিত্র কেবল চরিত্রবান
মানুষ'ই গড়তে পারে।
- উজ্জ্বল সরদার
১৬০★
প্রবহমান সময় বয়ে যায়,রাত আসে দিন যায়,
জীবন জ্যোতিঃতে যা কিছু রচিত হয় কেবল
স্মৃতি হয়ে থেকে যায়।
- উজ্জ্বল সরদার
১৬১★
সর্বদা বীরের ন্যায় মাথা উচু এবং শক্ত করে'ই পথ
চলো,
দুর্বল নরম লতা হয়ে যদি সামান্য বাতাসে দুলতে
থাকো -
তবে সাইক্লোনে তোমার ঘাড় মোচড়ে
গিয়ে প্রবহমান জীবন চিরদিনের জন্য দাঁড়িয়ে
যেতে পারে।
- উজ্জ্বল সরদার
১৬২★
ক্ষুদ্র একটা বিড়ি যদি কঠিন দুঃখকে বিলীন করে
এক বিন্দু সময়ের জন্য হলেও চিন্তা মুক্ত দুঃখ
শূন্য সুখে ভরা অন্তর গড়তে পারে,
তবে তুমি বৃহৎ জীবের শ্রেষ্ঠ মানুষ হয়ে -
এক তুচ্ছ জীবের অন্তরের দুঃখকে দূর করে
পারনা তার মিষ্টি মুখে হাসি ফোটাতে??????
- উজ্জ্বল সরদার।
১৬৩★
মানুষ নিজে নিজেকে সর্ব শ্রেষ্ঠ বীর
ভাবে,
তাই যে সকল জীব এই মানুষকে বাঁচিয়ে রাখতে
প্রাণ উৎস্বর্গ করে -
তাদের কখনো প্রাপ্য সম্মান তো দেয়না,
বরং অহংকারে তাদের তুচ্ছ করে বলতে থাকে
আমরা সর্ব শ্রেষ্ঠ মহান ওরা আমাদের সেবক।
-উজ্জ্বল সরদার
১৬৪★
ভক্তি সর্বদা অন্তর হতে উত্পর্ণ হয়,
তার জন্য কঠোর সাধনা,শ্রদ্ধা, শুদ্ধ কর্ম, এবং
অন্তরে নির্মল প্রেম সৃষ্টি করতে হয় !
যদি তুমি কারো প্রতি ভক্তি দেখাতে গিয়ে
অন্যের হৃদয়'কে ক্ষত-বিক্ষত করো নিজের
সার্থ্যের জন্য,
তবে সেটা কোন ভক্তি নয়।
- উজ্জ্বল সরদার
১৬৫★
পৃথিবীর ইতিহাসে যা কিছু রচিত হয়েছে,
সঠিকভাবে অনুবিক্ষণ করলেই দেখা যাবে -
মূল অংশ দখল করে আছে কোন এক নারী,
তাই সে সৃষ্টিতে অথবা ধ্বংসে ।
অর্থাৎ এক নারী পারে নির্মল প্রেম সৃষ্টি করে
পৃথিবীকে নব রূপ প্রদান করতে, আবার এক
নারীই পারে পৃথিবীকে ধ্বংস করতে সৈকতে
লহরী উঠাতে।
- উজ্জ্বল সরদার (
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা