১৩০★
হৃদয়কে নির্মল প্রেম দ্বারা সর্বদা মুক্তো
রাখো,
তবে শান্তিতে ঘুমাতে পারবে।
আর যদি মোহ দ্বারা ঘিরে রাখো,
তবে সারা জীবন তোমাকে ছুটিয়েই মারবে।
- উজ্জ্বল সরদার।

১৩১★
মানুষ মানুষের চরণ ছুঁয়ে যদি পায় এই মানুষ মুক্তি,
তবে কিসের তরিষায় এই মানুষ মানুষের গলে ছুরি
বসায়?
লোহিত রক্ত পান করে অমৃত সম- চরিত্র যখনি
দেখায় রাক্ষসের উক্তি,
এই মানুষ আবার মানুষ কে কেন দেয় শাস্তি?
উজ্জ্বল সরদার।

১৩২★
হে ভূমিকম্প !
তুমি যদি ক্ষত বিক্ষত করতে চাও
তবে আমাকে ক্ষত বিক্ষত করো,
তবে এ বিশ্ব সংসার কে তুমি ক্ষত বিক্ষত করে
দেহান্ত ঘটিও না।
(উজ্জ্বল)

১৩৩★
যাদের হৃদয়ে প্রেম আছে তারা সাহিত্যকে
ভালোবাসে ,
কিন্তু যাদের হৃদয় নিষ্ঠুর এবং মোহ দ্বারা অাবদ্ধ -
তারা সর্বদা মাতাল সমীরণের ন্যায় ছুটে চলবে,
কিন্তু হৃদয়ে নির্মল প্রেম সৃষ্টি করে কখনো
সাহিত্যকে ভালোবাসবে না।
উজ্জ্বল সরদার

১৩৪★
যে হৃদয়ে অহংকারের বাস, সে হৃদয়ে ঘটে
জ্ঞানের নাশ।
উজ্জ্বল সরদার

১৩৫★
সকলের নয়ন ফাঁকি দিয়ে খারাপ কর্ম করে তুমি
অন্তরালে লুকিয়ে যতোই সুখভোগের
চেষ্টাই করো,
পাপ সর্বদা তোমাকে তাড়না করে দেহান্তই
ঘটাবে।
উজ্জ্বল সরদার

১৩৬★
বিশ্বসংসার নামক চলচিত্তে যে ব্যক্তি রক্ত চোষা
খলনায়কের অভিনয় করে চারিদিকে অগ্নি
কুণ্ডলী জ্বালিয়ে দেয়,
তাকে দেহান্ত দণ্ড দিলে অবনীর অন্তর তৃপ্তি
পায়,
কিন্তু যে ব্যক্তি বুকের রক্ত ঝরিয়ে সকলের
সেবাকারী নায়কের অভিনয় করে -
তার গলায় ফুলের মালা পরিয়ে অমর করে রাখে ।
তবে তুমি এ 'বিশ্বসংসার চলচিত্তে নায়ক - না
খলনায়কের ভূমিকায় অভিনয় করবে ?
উজ্জ্বল সরদার

১৩৭★
নিজের বীরত্ব দেখাতে মানুষ সর্বদা
ছুটেচলে,
কিন্তু নিয়তি তো সব কিছুই সৃষ্টি করে থাকে !
অর্থাৎ তুমি বীর না ভীরু সে একমাত্র সময়
বলতে পারে ।
উজ্জ্বল সরদার

১৩৮★
ক্রোধ-দ্বন্দ্বের মতো জঘন্য ডাকে ঈশ্বর
কখনো সাড়া দেয় না, তিনি সর্বদা সততা নিষ্ঠা এবং তার
অনুগামী ব্যক্তিকেই কেবল মুক্তি প্রদান করেই
থাকেন।
উজ্জ্বল সরদার

১৩৯★
স্রোতস্বতীর স্রোতের মতো জীবন যদি
প্রবহমান থাকতো,
তবে পৃথিবীতে নব প্রেমের সৃষ্টি কখনো
হতোনা।
অর্থাৎ জন্ম- মৃত্যু দুইটাই প্রয়জন।
উজ্জ্বল

১৪০★
মোহ এবং কামে আবাদ্ধ হয়ে তুমি এমন
চরিত্রহীন কার্য করোনা ,
যে তোমার মতো ক্ষুদ্র মানুষের জন্য যুগ-যুগ
প্রবহমান পৃথিবীকে ধ্বংসের সম্মুখীন হতে
হয়।
মনে রেখো এই পৃথিবী নব প্রেম সৃষ্টি
করতে তোমায় সৃষ্টি করেছে,
ধ্বংস এবং হানি করার জন্য নয়।
উজ্জ্বল সরদার

১৪১★
সাধু যদি হতে চাও চরিত্র গঙ্গা জলের মতো শুদ্ধ
করো আগে,
যদি অবয়বের পোশাক হয় সাধুর মতো আর
চরিত্র যদি হয় অসাধু মতো
তবে এই পৃথিবী তোমার নাম দেবে ভণ্ড এটা
মনে রেখো।
উজ্জ্বল সরদার।

১৪২★
হে প্রভু !
আমার তৃষিত অন্তরের সমগ্র দুঃখকে ধৈর্য দ্বারা
বিলীন করার শক্তি দাও,
যদি কষ্টে আঁখি হতে অশ্রু ঝরেই থাকে -
তবে এই পৃথিবীর কষ্টে আমার অাঁখি হতে
অশ্রুপাত হক।
উজ্জ্বল সরদার।

১৪৩★
শ্মশানের দহনে ভস্ম হয়ে বাতাসে মিশে মুক্তি
পাওয়া যায়,
কিন্তু সংসার দহনে কষীদ কয়লা হয়েই চিরকাল
রয়ে যেতে হয়।
- উজ্জ্বল সরদার

১৪৪★
নারী পরমা প্রকৃতির অনুরূপ, আর পরমা প্রকৃতি
খনে খনে রূপ পরিবর্তন করে নব কিছু সৃষ্টি
করে অবনীর মঙ্গলের জন্য, অর্থাৎ এই নারী
পৃথিবীর পরিচালক।
কিন্তু দেখতে নারী হয়ে যদি চরিত্র হয়
বাঘিনীর মতো -
তবে তার দ্বার মেদনী সর্বদা ধ্বংস'ই হবে।
- উজ্জ্বল সরদার

১৪৫★
পরমা প্রকৃতির হৃদয়ে কেবল প্রেম আছে
মোহ নেই, তাই সে অবনীকে প্রেম দিয়ে
ঘিরে সুখে দুঃখে কেবল তেগ শিকার করেই
চলেছে ।
কিন্ত পরমা প্রকৃতির অনুরূপ নারী হয়ে যদি কোন
নারী হৃদয়ে মোহ উৎপন্য করে,
তবে সে কখনো পরমা প্রকৃতির অনুরূপ হতেই
পারেনা।
উজ্জ্বল সরদার।

১৪৬★
লজ্জিত নারী হয়ে যদি অবগুণ্ঠন দিয়ে মুখখানি সদা
ঢেকে রাখে,
তবে কিসের তরিষায় এই নারী আবার উলঙ্গ
নৃত্যকী হয়ে হাজার জনতার মাঝে নাচে?
উজ্জ্বল সরদার