১০১★
ধনী ব্যক্তির ছেলে ধনী হয়েই থাকে, কিন্তু
গরিবের ছেলে ধনী হতে গেলে মাঝখানে
একটা উপন্যাস রচিত হয়ে যায়।
(উজ্জ্বল সরদার)
১০২★
মেয়েদের হৃদয় ঠিক বটবৃক্ষের মতো, যখনি
যে ছেলে এসে ভালোবেসে খচা মেরে
পালাবে -
তখনি তার বিহনে আঠ ঝরাতে শুরু করবে।
(উজ্জ্বল সরদার)
১০৩★
যুদ্ধ যখনি লেগেছে, তোমাকে মারতে হবে
- না হয় মরতে, তবে তোমার নজর রেখো
জয়ের লক্ষে --)(উজ্জ্বল সরদার)
১০৪★
বীর যোদ্ধার একটা ধর্ম আছে, পরাজিত - প্রাণ
ভিক্ষাকারী শত্রুকে সে কখনো মারে না,
কিন্তু ছলনাময়ী - কপট ব্যক্তির কোন ধর্মই
নেই,
সে নিজের সার্থে ধর্মকে তেগ করে যে
কোন পাপ কার্য করতে পারে।
(উজ্জ্বল sardar)
১০৫★
যে ব্যক্তি যে খানে দুর্বল,
অহংকার করে তাকে সদা মূল্যহীন করে'ই থাকে।
(উজ্জ্বল সরদার)
১০৬★
যে বৃক্ষ ফলের ভার বহন করতে পারে না,
সে বৃক্ষের ফল সৃষ্টি করার কোন দরকার হয় না
(উজ্জ্বল সরদার)
১০৭★
কোন রাজা যদি মোহের বসে দেশকে
নিজের সম্পত্তি হিসেবে গণ্য করে,
তবে সে রাজা কখনো দেশের প্রজাদের সুঃখ
প্রদান করতে পারেনা।
(উজ্জ্বল sardar)
১০৮★
অভাগা হৃদয়ে তরিষা পেলে
অন্তরীক্ষ হতে যদিও নির্ঝরে সদা সলিল ঝরে,
তবুও তৃষিত অন্তরের তৃষা মেটে না
(উজ্জ্বল সরদার)
১০৯★
প্রেমিক /প্রেমিকার মাঝে যদি রাগ অনুরাগ সমান
ভাবে না থাকে,
তবে প্রেমে কেবল বিঘ্ন'ই ঘটে।
(উজ্জ্বলsardar)
১১০★
(জীবন মানে কুরুক্ষেত্র - সর্বদা দ্বন্দ্বে
লোহিত রক্ত কেবল মৃত্তিকায় ঝরতে থাকে
মুক্তির পথে - না হয় শ্মশানের ডাকে।
(উজ্জ্বল সরদার)
১১১★
হে অবনীর শ্রেষ্ঠ মানুষ,
নিজের সার্থে নিজ হৃদয়ে শ্মশান জ্বালিয়ে দিন
দিন ক্ষয় হইওনা,
শ্মশান যদি জ্বালাতে চাও -
তবে এই বিশ্বসংসারের মঙ্গলের জন্য নিজ
হৃদয়ে শ্মশান জ্বালাও !
এবং সে দহনে অবনীর শত্রু ধ্বংস করে নব
অবনী বারে বারে সৃষ্টি করো।
উজ্জ্বল সরদার
১১২★
নারীর সুন্দর রূপ নারীর কাছে তা অহংকার সরূপ।
(উজ্জ্বল)!
১১৩★
চরিত্র এমন একটা জিনিশ তুমি যদি সারাদিন পাথরে
ঘসতে থাকো,
না কখনো ক্ষয় হবে - না মৃত্যু ঘটবে !
মানব দেহ থেকে আত্মা চলে যাবে , একসময়
সকল মানুষের মৃত্যু হবে,
তবুও চরিত্রের কোন ধ্বংস হবেই না।
(উজ্জ্বল sardar)
১১৪★
কবি সেই হয়ে থাকে যে নিজের সব মোহ দূর
করে সমগ্র বিশ্বসকে ভালোবেসে হৃদয়ে
আপন করে থাকে,
নিজের দুঃখ ভুলে সমগ্র সংসারের দুঃখে সদা
কাঁদতে থাকে।
(উজ্জ্বল সরদার)
১১৫★
আবেগে প্রেম মিশ্রণ থাকে তাই তার
গতিবেগ শীতল,
কিন্তু বাস্তব সে তো লোহা - ইস্পাতের
নেয় কঠিন থেকে কঠিন হয়ে থাকে,
কিন্তু যে ব্যক্তি ধৈর্য - পরিশ্রম - সততা
দিয়ে এই কঠিন বাস্তব কে পরাজিত করে
সলিলে পরিণত করে,
সেই ব্যক্তি অবনীর শ্রেষ্ঠ মহান ।
-উজ্জ্বল সরদার।
১১৬★
অসহায় - তৃষ্ণার্ত - ক্ষুধার্ত যারা এদের দেখলে
মনে হয় এরাই পৃথিবীর শ্রেষ্ঠ পাপী,
কারণ জীবনে চলার পথে এদের সর্বদা দণ্ড
প্রাপ্ত' হয়েই থাকে ।
- উজ্জ্বল সরদার।
১১৭★
হৃদয়ে মোহো ধারণ করে এই মানুষ অকালে
মৃত্যু শিকার করে নেয়,
কিন্তু ভালোবেসে একটা খাঁচার পাখিকে
কখনো মুক্তি দিতেই চায়না।
- উজ্জ্বল সরদার
১১৮★
সত্য কথা অপরাধীর হৃদয়ে সর্বদা
বিষক্রিয়া করে।
(উজ্জ্বল sardar)
১১৯★
দুর্বল-জ্ঞানশূন্য ব্যক্তি যদি কোন কারণ
বসতো শক্তি অর্জন করেই থাকে,
তবে সেই শক্তি একসময় তার অহংকারের
কারণ হয়ে -
পাপের তটিনীতে সদা দাপিত করে,
এবং অবশেষে দণ্ড প্রাপ্ত হয়েই তার মৃত্যুর
হয়।
- উজ্জ্বল সরদার।
১২০★
মানুষ আজ সম্মান প্রাপ্ত করতে ভালোবাসা
নয় - ক্ষমতা দেখায়,
একারণে মানুষের মাঝে আজ সদা বিবাদ
লেগে রয় ।
- উজ্জ্বল সরদার
১২১★
যুদ্ধে বিজয়ী হলে হৃদয়ে হর্ষ প্রাপ্তি হয়,
তাই তুমি ছলনা করে বিজয়ী হও - আর
লোহিত রক্ত ঝরিয়ে বীরের ন্যায় বিজয়ী
হও।
উজ্জ্বল সরদার।
১২২★
নারী খনে খনে রূপ পরিবর্তন করে,
তাই সে প্রকৃতির'ই অনুরূপ।
- উজ্জ্বল সরদার।)
১২৩★
অামরা অন্তরের অনল নিভতে গিয়ে অবয়বে
অনল জ্বালাই,
কিন্তু একবার ভাবুন তো আজও কি অন্তরের
অনল নিভেছে? মূর্খ মানুষ অঙ্গ পুড়িয়ে ভস্ম
কেবল বাতাসে উড়ায়।
- উজ্জ্বল সরদার
১২৪★
আমরা হৃদয় কে নিয়ন্ত্রণ করতে মাদক সেবন
করে ঘন্টার পর ঘন্টা মাতাল হয়ে রাস্তা
ঘাটে পড়ে থাকি,
কিন্তু আমাদের পাঁচমিনিট সময় হয়না
নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করে
ধ্যানে মগ্ন হয়ে হৃদকে নিয়ন্ত্রণ করে নব
নির্মল প্রেম সৃষ্টি করার।
উজ্জ্বল সরদার
১২৫★
ব্যর্থতা জীবনে নয়নে কেবল স্রোতস্বতীর
স্রোত ---বয়েই থাকে।
উজ্জ্বল সরদার
১২৬★
নারীর রূপ নারীর অহংকার, আবার সেই
অহংকারী নারী লজ্জিত হয়ে অবগুণ্ঠন
দিয়ে স্মিত মুখ খানি ঢাকে কেন বার বার?
উজ্জ্বল sardar
১২৭★
নারী পরমা প্রকৃতির এক অংশ, অর্থাৎ
পৃথিবীর শ্রেষ্ঠ এই নারী, কিন্তু কোন
সমাজ সংসার যদি মিথ্যা ধর্ম নিয়ে এই
নারীকে আবদ্ধ করে নির্যাতন এবং সকলের
ছোটো করে রেখে সদা অবজ্ঞা করে,
তবে সেটা কোন ধর্মই নয়
- উজ্জ্বল সরদার
১২৮★
মেয়েরা শ্রেষ্ঠ প্রেমিকা হতে পছন্দ করে
কিন্তু সে যদি এক থেকে একাধীক জনের সাথে প্রেমের নামে ছল করে,
তবে কি সে শ্রেষ্ঠ প্রেমিকা হতে পারে?
উজ্জ্বল সরদার
১২৯★
মানুষ শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকাকে সম্মান এবং ভালোবাসে, কিন্তু তুমি যদি প্রেম কে মোহো তৈরি করে একের পর এক তৃষিত অন্তরের তৃষা মেটাও তবে এ'বিশ্ব সংসার তোমাকে প্রতারক পাপী বলে দণ্ডই দেবে।
উজ্জ্বল সরদার