দেহান্তের দরবারে ডেকেছে আজ আমারে
ভিনদেশী , সন্ত্রাসীর,সম্মুখে শৃঙ্গী হয়ে দাঁড়িয়েছি আজ,
দামিনীর ঝংকারে- ধরণী কম্পিত এবারে
দেখো মোর সর্ব অবয়বে কেমন যোদ্ধার সাজ।
তলোয়ার বাহুতে নিয়ে, মোর বীরত্ব দেখিয়ে ,
নিতেচাই ওদের থেকে সব ছিনিয়ে!
আমি কোন মায়ের সন্তান?
আজ ভালো করে যাবো তোদের জানিয়ে।
প্রাচীন -প্রাচীতে প্রভাতীর অন্তরীক্ষে মার্তণ্ড হয়ে -হতেচাই স্বাধীন,
শমনীতে সুপ্তি ভেঙে জাগো হে নবীন।
দেখো মা আজ দহনে পুড়ে হচ্ছে দেহান্ত,
স্মরণে আমি অচিন্ত্য,
হতে হবে এবার সর্বহারা পান্থ।
কে বহন করবে আর হৃদয়ের দুঃখ কষ্ট ?
তোমাদের মতো নিবীর্য সন্তান জন্মদিয়ে হয়েছে তার লক্ষ্যভ্রষ্ট।
এখন,
ঐ' রাক্ষসদের শাসনে উঠেছে অশান্তির তীব্র ঝড়,
ভূকম্পে ভাঙছে পাহাড়।
আজ চতুর্দিকে কেবল লোহিত রক্তের প্লাবন,
লেগেছে স্বদেশে দেহান্তের মহামারী ক্রন্দন।
তাই প্রবঞ্চক যারা কেড়ে নিয়েছে মোদের সব,
তাদের আজ বহ্নি কুণ্ডলীতে জ্বালিয়ে,
ছাই মারুতে উড়িয়ে,
বিজয়ের উল্লাসে নিভিয়ে দেবো নিরীহ জনতার সকল শোক তাপ।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
----------///----------