আজ আবার অবনীতে ছলনাময়ী শকুনি,
            পাপিষ্ঠ দুর্যোধন সহ,
     শত ভাইয়ের হয়েছে আবির্ভাব,
রোজ - রজনী নিষ্ঠুর ভয়ানক অত্যাচারে
    চতুর্দিক জনমানবের মাঝে উঠেছে
                ত্রাহিত্রাহি রব।
এখন,
মুক্তির দিশাহারিয়ে ললাট ঠুকছে পাথর সম পরেশের
চরণে,
         বাহুতুলে চিৎকার করে বলছে,
             এসো হে প্রিয় জগন্নাথ  !
    শত্রু ধ্বংস করতে প্রকট হও এই ভুবনে।

স্বদেশ রক্ষায় বড়ো বড়ো মহারথী ছিলেন যারা,
আজ ছলনাময়ী শকুনির আবদ্ধ খাঁচার দ্বিজ তারা,
               ধর্মের দোহাই দিয়ে,
     পাপিষ্ঠ দুঃশাসনের অধর্মের ভাগিদ্বার হয়ে,
সতী দ্রৌপদীর নেয় হাজারো নিরীহ নারীর
                বস্তু হরণ করছে,
আজ হর্ষে পাপিষ্ঠরা নৃত্যে মাতোয়ারা।
                     লজ্জিত নারী ,
শোষণের পাত্র হয়ে অবগুণ্ঠনে মুখ ঢেকে,
           জ্বলন্ত চিতায় দেহান্ত হতে,
              ভূধর হতে ঝাপ দিচ্ছে ,
অবনীর বুকে আজ গেড়েছে মহাকালের মহামারী।

  এদের তিমির আঁখির সলিলের জলধারায়,
   ক্ষুধার্ত মানবের হৃদয় চাপড়ানো কান্নায়,
বোমা - বন্দুকের বহ্নি কুণ্ডলীতে লক্ষ নরের দেহান্ত ঘটায়,
  সন্ত্রাসী - জঙ্গি - ছলনাময়ী অধর্ম পাপিষ্ঠদের বিরুদ্ধে
      বারে বারে চকিত রবির হৃদয়ে ফলক এঁকে যায়।
তাই আজ চপলা হয়ে বাজছি নভোঃ চরণে,
                    গাণ্ডীব লয়ে,
                            অর্জুন হয়ে,
              ভয়ানক ঝংকার তুলেছি
                হে পাপিষ্ঠরা দেখ এই খনে।
       স্বদেশের উপর যারা কেরেছিস  অধর্ম,  
                 দণ্ড প্রাপ্ত হবে তোদের,
   পাপিষ্ঠ দুর্যোধন সহ শত ভাই কে মারবো,
                         এ প্রতিজ্ঞা মোদের।
              কে রক্ষা করবে তোদের  ?
দুঃশাসনের মতো সন্ত্রাসীদের দেহান্ত ঘটাবো আজ
বুক চিরে,
লোহিত রক্ত দিয়ে অভাগী পাঞ্চালীর কেশ ধৌত করবো ,
                    পান করবো,
        প্রতিজ্ঞা পূর্ণ করবো এবারে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
----------///------------