ইন্দু উঠেছে গগনে, প্রসূন ফুটেছে কাননে,
কেন এলেনা তবে হে প্রিয় মম কাছে এমন এই খনে?
যুগ যুগ পার হয়ে গেলো ,
তব বিহনে বাদল ঝরিয়ে ধরণীর বুক করেছি এলোমেলো।
আজ শমনীতে স্বপ্ন দেখে উঠি বারে বারে জেগে,
চুমু চুম্বন করি, জড়িয়ে ধরি,
তুমি রেগে চলে গেলে ধরতে যাই তোমায় অনুরাগে।
মরিচিকা প্রেম - তমিস্রায় ঢাকা,
আমি আজও পড়ে আছি রিক্ত রাতে তব বিহনে নিকেতনে একা।
কতো আশা বেঁধে ছিলাম তোমায় নিয়ে মোর্ মনে,
চৈতালির দোলনায় দুলবো মোরা কুঞ্জ মাঝে এই যৌবনে ।
কিন্তু,
আজ তব বিহনে তামসীতে তটিনীর বুকে তরী হয়ে ভেসে চলি,
সাইক্লোনে দুলি !
তবুও, হয়না মোর মৃত্যু,
তব চরণের নূপুরগুঞ্জনে দ্বারে আসে চৈতালি।
আজ কত দ্বিজ গায় গান , কত সুগন্ধে ভরে সকলের প্রাণ,
তবুও তোমার সাধনায় পড়ে আছে মোর্ জীবন যৌবন।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
-----------///-------