শান্তির আশায় লণ্ঠন জ্বালিয়ে লুণ্ঠিত হয়ে পড়ে আছি এই বনে,
স্বদেশের সকলকে সাথে নিয়ে থাকবো শান্তি নিকেতনে।  
কিন্তু, মম শৃঙ্গী সম হৃদয়, ভেঙে পড়ছে আজ দরিয়ায়,
ধরণী কম্পিত তাই, আজ হচ্ছি মোরা ক্ষয়।
ঐ'ভিনদেশী, সন্ত্রাসী,  রাজাকার, এসেছে স্বদেশের মাঝে আবার,
মশা,  মাছির নেয় বংশ বিস্তার করে,
শাসন করছে সবার।

তাই আজ দ্বিজ হয়ে স্বাধীন অন্তরীক্ষে পারছিনা উড়তে,
পথিক হয়ে মুক্ত পথে ঘুরতে।
বারিদে-বারিদে ঘর্ষণে জ্বলছে ত্বড়িৎ,
দেহান্ত হয়ে ভেসে যাচ্ছে , আজ হয়েছে ক্ষিপ্ত  স্বরিৎ।
প্রবল মারুতে উঠেছে অকূলে উর্মি, সলিলে ডুবেছে বনানী,
দ্বারে গেড়েছে যামিনী।
যানিনা কে কারে করবে এবার রক্ষা?
জননী চিন্তিত, সকল নর নারীর নিপাত ঘটছে  দিন দিন হয়ে যাচ্ছে একা।

বীর বিপ্লবী ছিল  যারা,
সাহসী হয়ে ছুটতে গিয়ে, গৌরশিখরে ধাক্কা খেয়ে,  রুদ্ধ  নিলয়ে বন্ধী তারা।
দূর দিগন্ত থেকে ভেসে আসছে  কেবল হাজার মানুষের আর্থনাত চিৎকার,
পাষণ্ডরা করছে জোর- জুলুম মা বোনের প্রতি অত্যাচার।  
দোকান পাট  আজ সব বন্দ,  
ক্ষুধার্ত মানুষের ক্রন্দন দেখে ওদের লেগেছে আনন্দ।
তবে,তুমি নব শান্তি নিকেতন গড়তে আজ এই পাষণ্ডদের সাথে করবেনা দ্বন্দ্ব?
//
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
---------------///-------------