ওগো উর্মিলা !
বধূ হয়ে কথায় চলেছো আমাকে ফেলে একলা?
তিমিরে ঘেরা তমসীতে,
চলেছো বাহু ধরে ঐ'ভিনদেশীর সাথে।
মোর হৃদয়ে বিরহ ক্রন্দন,
আঁখি হতে ঝরছে শ্রাবণ।
হর্ষে হাসছো, কার তটিনীতে তরী হয়ে ভাসছো?
তব চরণের নূপুরগুঞ্জনে মম
হৃদয় দরিয়ায় লহরী উঠিয়েছো,
তব প্রেমে মোরে ফাঁসিয়েছো।
আমি তো যুগ যুগ ধরে ভালোবাসি তোমারে,
তবে আজ কোথায় যাচ্ছো বলো আমারে?
ছিলে তো নিশি মাঝে শশী হয়ে অন্তরীক্ষে,
কিসের পিপাসায় ছুটছো তবে অলক্ষ্যে?
মনঃ তোমারি প্রতীক্ষা করে যুগে যুগে,
বেঁধেছি অনুরাগে,
তব বিহনে শমনীতে সুপ্তি ভেঙে উঠি জেগে।
ওগো উর্মিলা !
মোরে ফেলে, যেও নাকো চলে।
মঞ্জুরি করো,
প্রেমময় সঙ্গী ফিরিয়ে দেও মম রিক্ত মনে,
গীত রিক্ত জীর্ণ মোনের দুঃখ ঘুচিয়ে এসো
প্রভাকর হয়ে অম্বরে জ্বলি দুজনে।
আশফুটো মনে, তব বিহনে, মম সায়ব শুকিয়ে
যাচ্ছে এই খনে,
ওগো উর্মিলা!
ফিরে এসো, ফিরে এসো মম বনে।
লোভ লালসায় ভরা তোমার হৃদয়,
মোর সকল বাঁধা ঘুচিয়ে চলেছো ভিনদেশী কিনারায়।
পারবে তবে সাত তোয়াধি তেরো তটিনীর অপারে থাকতে?
হৃদয় মাঝে আশন পেতে বসে পড়ো এই নক্তে।
হে প্রিয় চলে এসো তবে,
মৃত্তিকায় পড়ে থাকা মরো মাল্য কুড়িয়ে আনো,
তানাহলে চিরকাল এমনি পড়ে রবে।
অবগুণ্ঠন সরিয়ে,
লজ্জিত স্মিত মুখ খানি দেখে মালা পরিয়ে দেই তব গলে,
হে প্রিয় !
মোরে দেখে এ'কি রূপ ধরলে?
ভলা হয়ে পড়তে হলো তব চরণ ও তলে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
---------------////-----------------ম