তুমি  মোরে ভালোবাসো,
তবে তোমার হৃদয় মাঝে কেন এতো দুর্বলতা ?
ভূপতি হয়ে শত্রুর সম্মুখে দাঁড়িয়ে বিদ্রোহ
কণ্ঠে কথা বলো,
আমাকে নয়নে এঁকে তব অবয়ব সহ
কেন কাঁপো?
ঊর্দ্ধ মস্তক নত হয়ে,
গম্ভীর মুখে ছুটে চলো মম পাছে,
বুঝি গো আমি বুঝি,
তবুও বলবো - দুর্বলতা ঘুচিয়ে নির্ভীক হয়ে
ছুটে চলো।

বাইরে বাইরে তব মুখে ফোটাও স্মিত,
ভিতরে ভিতরে লোচন হতে নির্ঝরে সলিল
ঝরিয়ে ধরণী ভাসাও,
তোমাকে দেখে হয়েছি  অবাঞ্ছিত।
যে কথা তুমি বলতে চাও ,
সে কথা কেন বলতে পারোনা?
শত - শত দিবস ছুটছো মোর পাছে,
তবুও, মম হৃদয়ের ধার আজও কি পেলেনা?
তুমি মোরে ভালোবাসো,
তবে তোমার হৃদয় মাঝে কেন এতো দুর্বলতা?

তবে তোমার হৃদয় সবার থেকে অধিক কি চায়?
পারোনা তা বলতে আমায়,
অন্যের চরণ ধরে তব বার্তা পাঠিয়ে দেও কেন
আমার কিনারায়?
এ'কেমন তোমার দুর্বলতা? সবাই যে তটিনীতে
তরী ভাসিয়ে তুষ্টি হলো,
আমি সে তটিনীর সলিল, তবে কেন আমাকে
এড়িয়ে চলো ?
বুঝি গো আমি বুঝি ,
তবুও বলবো - দুর্বলতা ঘুচিয়ে নির্ভীক হয়ে
ছুটে চলো।
///
//উজ্জ্বল সরদার
// দাকোপ - খুলনা
-------------------★--------------------