৫১★
শত্রুর হৃদয়ে ধর্ম স্থাপন করতে পারলে,
পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বন্ধু আপনার সেই
হতে পারে।
উজ্জ্বল সরদার
৫২★
বীর বিপ্লবী হয়ে দুঃখ নামক শত্রুর সাথে
যতো লড়াই করবে,
ততো জীবন'কে চিনতে সক্ষম হবে।
উজ্জ্বল সরদার।
৫৩★
পরমা - প্রকৃতি,
অর্থাৎ নারী পৃথিবীর শ্রেষ্ঠ !
আর নারীর যদি সঠিক রূপ চিনতে সক্ষম হওয়া যায় ,
তবে, অবনী'কে জয় করা যায়।
কিন্তু আজকের নারীকে - আজকের পুরুষেরা
চিনতে কি সক্ষম ?????????
উজ্জ্বল সরদার।
৫৪★
মানুষের সুন্দর রূপ - সেউ হৃদয়ের উপর ভর
করে চলে।
উজ্জ্বল সরদার
৫৫★
মানুষের সঠিক রূপ চিনতে হলে সময়ের প্রয়জন,
কারণ, সময় মানুষের চরিত্র প্রকাশ করে।
উজ্জ্বল সরদার
৫৬★
হৃদয় মাঝে দুঃখ যতো বাড়ে,
স্রোতস্বতীর বুকে লহরী ততো উঠে,
কূল ভেঙে এক সময় নয়নে নির্ঝরে সলিলে -
অবনী'তে প্লবনে হানে।
উজ্জ্বল সরদার
৫৭★
মানুষ আশা আখাঙ্কার পিছে সদা ছুটে চলে, কিন্তু
যখনি তার আশা ভেঙে যায় তখনি সে দেহান্তের
সুগন্ধ অনুভব করতে থাকে।
কিন্তু, সে ব্যর্থতা থেকে ও জ্ঞান প্রাপ্ত হয় -
যা পরবর্তী আশা আখাঙ্কায় সুফল বয়ে আনে।
উজ্জ্বল সরদার।
৫৮★
তুমি অযথা কারো সম্মান হানি করো না , কারণ -
সম্মান হানি সর্বদা দেহান্তের ভয়ানক রূপ প্রদান
করে।
- উজ্জ্বল সরদার।
৫৯★
প্রেম'কে অধিকার ফুলিয়ে যারা অমৃত আহরণ
করতে চায়,,
তাদের অকালে দেহান্ত ঘটে।
কারণ, পৃথিবীর সবচেয়ে লোভী তারা -
আর লোভ থেকে পাপ, পাপ থেকে মৃত্যু'ই
হয়।
উজ্জ্বল সরদার
৬০★
বিহঙ্গ'কে আপন করিয়া - সযত্নে যতো'ই খাঁচায়
বদ্ধ করিতে চাহিবে,
সে রুধিয়া দ্বার খুলে মুক্ত নভেঃ বার'বার' উড়িয়া
যাইবার চেষ্টা'ই করিবে।
- উজ্জ্বল সরদার
৬১★
যার হৃদয়ে করে ধর্ম বসো বাস,
সে নিজের জীবন কে সকলের মঙ্গলের
জন্য তেগ করে -
মৃত্যু কে বরণ করতে কখনো ভয়পায় না।
উজ্জ্বল সরদার
৬২★
ছোটো ভেবে কাউকে অবজ্ঞা করোনা,
কারণ -
ছোটো দুটি চোখ একমাত্র বিশাল আকাশ'কে
বহন করতে সক্ষম ।
উজ্জ্বল সরদার
৬৩★
জীবন'কে সঠিক ভাবে সাজানোর জন্য -
অবনীতে এসে'ই লড়াই সুরু করে দিয়েছি আমরা,
তবে একবার ভেবে দেখুন তো -
আজও জীবন কে সঠিক ভাবে সাজিয়ে
খুশী করতে আমরা সক্ষম হয়েছো কি না ???
উজ্জ্বল সরদার।
৬৪★
অধর্ম যদি ১০জনের বাহু ভাঙতে পারে,
তবে মনে রাখবে হে নর -
ধর্ম ২০ জনের নব রূপে সৃষ্টি করতে পারে।
উজ্জ্বল সরদার।
৬৫★
তুমি প্রিয়তমা কে ভালোবেসে দেহান্তের সায়বে লাফিয়ে পড়েছো,
কিন্তু, যে তোমাকে ভালোবেসে এই পৃথিবীতে সৃষ্টি করেছে তার জন্য কি করে যাচ্ছ??
উজ্জ্বল সরদার।
৬৬★
সংসার দহনে পুড়ে কয়লা হওয়া যায়,
কিন্তু - ছাই হওয়া যায় না।
উজ্জ্বল সরদার
৬৭★
আঁখি হতে নির্ঝরে সলিল ঝরা দেখে তুমি হাসো
না গো,
হৃদয়ে কতো দুঃখ জমলে এক ফোটা জল বের
হয় তুমি জানো গো???
উজ্জ্বল সরদার
৬৮★
অবনীতে প্রেম আজ বিলুপ্ত হয়েছে,
তাই স্বদেশের মাঝে ' গৃহ যুদ্ধ লেগেছে ।
- উজ্জ্বল সরদার।
৬৯★
কারো সাথে বন্ধুত্ব করে পরে যদি তার গলায়
ছুরী বসাও,
তবে বিশ্বাস ঘাতক হয়ে সকলের কাছে দ্রুত
পরিচিতি হতে পারবে।
- উজ্জ্বল সরদার
৭০★
অনেক সময় কাউকে উপকার করতে গিয়ে,
তার ফল অপকারের সমান হয়ে পড়ে।
কিন্তু, তাই বলে নিজের হৃদয়'কে ছোটো
করে -
গুটিয়ে রাখবেন না,
মনে রাখবেন একটা তীর ঘুরে গেলেও
পরের গুলি নিশ্চয় আপনার লক্ষ ভেদ করবে।
আর তার ফল অমৃতের সম এই ধরিত্রীর বুকে
পরিচিত হবে,
যা - সকলকে তুষ্টি করবে, আপনার হৃদয়কে
বড়ো এবং অাপনাকে অমর হতে সাহায্য করবে।
- উজ্জ্বল সরদার।