হৃদয়ে ব্যথা , ক্লান্ত বিধাতা, সলিলে ভরেছে আজ
স্রোতস্বতী,
ওরে কে তুই অভাগা পিপাসায় পড়ে আছিস
মরুভূমির মাঝে এই রাত্রি?
আঁখি দুটি খুলে, দেখ অন্তরীক্ষে চপলা জ্বলে,
ঈশানে জমেছে অভ্র,
তিমিরে ঢেকেছে অর্ক,
জন্ম হতে তুই নাকি দেহান্ত?
এ'পৃথিবী বলে।
বন্যার ধারা, করেছে সকলের নিকেতন হারা,
অকূল মাঝে উঠেছে ঊর্মি!
ওরে, চেয়ে দেখ তুই আজ হয়েগেছে সব চূর্ণী।
রুদ্ধ নিলয়ে বন্ধী যারা,
তাদের দেহান্তের ধ্বনিতে কম্পিত ধরা,
হে অভাগা,
আজ তোর হাতে মোদের বাঁচা - মরা।
কিন্তু, সুপ্তি মাঝে পড়ে তুই করছিস কেবলি দেরী,
নক্ত হচ্ছে ধীরে'ধীরে 'ভারী।
বীর - বিপ্লবী উদ্যমী হয়ে পারিস'না ছুটতে?
তলোয়ার লয়ে লড়তে?
তবে তুই তো ভেসে যাবি অকালে সৈকতে।
তাই বলছি নিদ্রা ভেঙে ছুটে চল,
নিরলস নির্ভীক হয়ে যুদ্ধ করতে বিদ্রোহের বহ্নি জ্বাল।
কিরণমালীর কিরণের সন্ধানে,
যদিও ঝরে পড়ে লোহিত রক্ত কুঞ্জবনে,
মনে কর সে তটিনীর জল।
/
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
------------///-------