সবন - শমনী পাড়ি দিয়েছি  সৈকতে,
সে সীমন্তনী'কে মোর্ আঁখি'তে আঁকতে।
তবুও, হে প্রিয়তম !
তুমি মরীচিকা সম।
পেলোনা দেখতে তোমারে মোর্ আঁখি,
তটে তব তরী ভিড়ালে'না কেন হে সখী?

তব তৃষিত মনে, সুধা পানে;
কোন তটে ভিড়িয়ে'ছো তব তরী এ'যৌবনে?
বিরহ রাগিনী বাজে  যে মোর্ মনে।
না পাওয়া হৃদয়ে কৃশানু জ্বলে,
হে প্রিয় একবার এসো মম কূলে।


তুমি তো শমনীর শশী,
তাই তোমাকে যে অতি ভালোবাসি!
অহ- নক্তে এলোকেশে, বসন্ত
বাতাসে, অকূলের কূলে;  
তোমায়পেতে সাধনায় বসি।
কতদিন আসে, কত যো যায়,
মোর আঁখি আকুল তব অপেক্ষায়।

ছলনাময়ী, তুমি কৌশলী এবংভৈরবী তেজস্বীনি,
দৃশ্যের অন্তরালে সঞ্চারিণী!
মম সখী,
তব জন্য প্রসূন কুড়াতে চলেছি বনানী।
গেঁথেছি মালা, হৃদয়ে বিরহের জ্বালা,
নির্জনে নিরবে নিধুবনে তব বিহনে একলা।
//
//উজ্জ্বল সরদার //
//দাকোপ - খুলনা //
--------------★------------