ঐ'পথের ধারে একলা মহীরুহ দাঁড়িয়ে থাকেনা আজ,
পথশিশু - বৃদ্ধরা সেজেছে দেখো নব সাজ ।
বিনাপুজির নিকেতন মোদের,
দেখলে হাসিপায় তোমাদের।
যতো সব তব ফেলানো নুড়ি, পাথর,
তা দিয়ে
গড়েছি তোমাদের সম বিশ্রামের আসর।
সাবনে দূর - দিগন্তে ছুটে চলি,
নিশিতে নীল নভেঃ নিশাকান্ত এলে
হর্ষে ধুলা উড়িয়ে হলি খেলি।
ক্ষিতির তৈরি হয়েছে পাত্র খাঁটি,
ক্ষুধা জ্বলায় তোমাদের চরণ চাটি।
তোমাদের আছে বন্ধু, বান্ধব, ভাই,
শিয়াল, কুকুর, শকুন্ত সহ এক সাথে থাকি সবাই।
তোমার মতো বাবু সাহেবরা দাঁড়িয়ে 'দাঁড়িয়ে' তা দেখে,
তুষ্টে হাসতে"হাসতে" দন্ত বেরিয়ে গেলে কাপড় দিয়ে ঢাকে।
তবে, এবার উঠেছে সাইক্লোন,
তরী সহ মাঝী দুলছে এখন।
এবার করবো তোমাদের সাথে বিদ্রোহ,
কুকুর , শিয়াল, দ্বিজ সব হবো মোরা রুদ্র।
ইতিহাসের পাতায় নব দ্বন্দ্বেরর সূচনা লিখবে লোহিত রক্ত দিয়ে,
বীর হয়েছি মোরা পড়া রুটি, লুণ্ঠিত থাকা ছোড়ানো মুড়ি
খেয়ে।
/
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
----------////---------