আজ বসন্তের এ'প্রভাতে অরুণের কিরণ,
পড়ছে'না ঝরে - উজ্জ্বল হচ্ছে'না ভুবন ,
দেখতে পাচ্ছে'না আজ অবনী'কে মোর নয়ন।
তিমিরে ঢেকেছে ধরণী,
উঠছে'না রেঙে বনানী,
প্রভাতী অন্তরীক্ষের সুখ - সারীরা নীড়ে
বসে আজ করছে ক্রন্দন।
আজ এ'প্রভাতে অবনীতে ঝলমল করছেনা
অরুণের কিরণ।

ওরে, কে ডুবিয়েছে আজ অরুণ'কে অকূলে?
অসময় অন্তরীক্ষে অভ্র ছুটিয়ে,
দুনিয়া'কে নিয়েছে কোন অসুর দখলে?
থর'থর' করে তাই কম্পিত ভুবন,
ভূধর ভেঙে চিৎকার করে সমীরে বার্তা
পাঠিয়েছে ,
বলছে আমি শ্রেষ্ঠ মহান।
হচ্ছে অবনী'তে তাই সাইক্লোন,
লহরীতে তরী দুলছে,
মাঝি ভয়ে কাঁপছে,
কে কারে বাঁচাবে এখন?
আজ এ'প্রভাতে অবনীতে ঝলমল করছেনা
অরুণের কিরণ।

প্রাণ'টা আজ হয়েছে সকলের কাছে ভার,
অবয়ব মাঝে আবাদ্ধ রাখতে পারছেনা তার ।
জানিনা, আদিনাথ আজ পাষাণ কেন?
রাম হয়ে সকলে রাবণের রাজ্যে হানো।
আর কতোদিন অবনী'তে এমন রবে?
এতো ধৈর্য, ত্যাগ,  কারে দেখিয়ে মহান হতে
নিজেকে লোকান্তরে ঠেলে দিচ্ছে নিরবে?
ওরে ভেঙে  ফেল আজ দ্বার ,
বহ্নি জ্বালিয়ে অসুর মার,
পাষাণ হৃদয়ে আঘাত হেনে  ,  নিদ্রা হতে জাগ
শমনে   , লহরী হয়ে
পুলিনের বুকে আঘাত কর।


কথায় অসুর ? আজ করবো দ্বন্দ্ব , লোহিত
রক্তের প্লাবনে ওদের ভাসিয়ে হবো শান্ত,
মোর হৃদয়ের তটিনী আজ অশান্ত।
করেছি মোরা সকল ভয়কে জয়,
আর হবে'না অবনীর ক্ষয়,
দেখবে এবার সাইক্লোনের প্রলয়।
বিদ্রোহ জেগেছে মোর,
জেগেছে  হৃদয়ে অাশা !
আজ প্রাণ উঠেছে গর্জে,
তমিস্রা ঘুচিয়ে মার্তণ্ডকে পূব সায়বে ভাসা।
, চতুর্দিকের বাঁধন,
তলোয়ার দিয়ে কর আজ ছেদন।
অশুরের দণ্ড দিয়ে করবো মোরা জয় - জয়গান,
এবার এ'প্রভাতে জাগবে অন্তরীক্ষে অরুণ ,
হর্ষে নৃত্য করছে মম প্রাণ।
- উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
/////