৩১★
সুন্দর চরিত্র যদি গড়তে চাও -
তবে, হৃদয় হতে ধর্ম পরিত্যাগ করো না।
- উজ্জ্বল সরদার।
৩২★
যুদ্ধে নেমে জয়ের দিকে নজর দেয়া সঠিক
কাজ,
এর জন্য যদি ছল - চাতুরী করতে হয়,
তবুও তা উত্তম।
উজ্জ্বল।
৩৩★
জীবন সব কিছুর উপল্বধীর পাত্র,, অবয়ব সে
যদি ছোটো কিম্বা বড়ো বা কালো কুস্তি
হক, আর এটা যখনি আমরা সঠিক
ভাবে বুঝবো তখনি সকল জীবকে
ভালোবাসবো।
-উজ্জ্বল সরদার
৩৪★
শত্রু কে যদি ধ্বংস করতে চান,
তবে এমন ভাবে ধ্বংস করুণ -
যাতে কখনো আপনার সামনে শৃঙ্গী হয়ে
দাঁড়াতে না পারে।
কিন্তু, সে যদি আপনার কাছে পরাজিত
শিকার করে নেয়,
তবে, তাকে ক্ষমা করাই উত্তম।
- উজ্জ্বল সরদার।
৩৫★
কঠোর সাধনা করে যদি আপনি শক্তি অর্জন
করেই থাকেন,
তবে, তা যদি কুঠারে অবদ্ধ করে নিজের
সার্থের জন্য প্রয়াগ করে থাকেন,
তবে, সে শক্তি মূল্যহীন।
..উজ্জ্বল সরদার.
৩৬★
কোন মূল্যবান বস্তু প্রাপ্ত করার জন্য যদি
আপনাকে কঠোর সাধনা করতে হয়,
তবে অবনীর মঙ্গলের জন্য তা করুণ।
..উজ্জ্বল সরদার...
৩৭★
পুষ্প অবনী'তে এসে অমৃত - সুগন্ধ এমনকি
নিজেকে বলিদান করে যায় ভগবানের
চরণে,
তবে হে যগৎ শ্রেষ্ঠ মানব তুমি অবনীতে
এসে চলে যাচ্ছো -
কি রেখে যাচ্ছো আমার জন্যে?।
- উজ্জ্বল.....
৩৮★
এক জন কে ভালোবেসে যদি তুমি নিজেকে
বলিদান করে থাকো,
তবে, আমি বলবো তা তোমার মুর্খামি !
যদি ভালোবাসায় বলিদান দিতেই হয় -
তবে দেশ কে ভালবাসে নিজেকে
বলিদাও।
//-উজ্জ্বল সরদার //
৩৯★
চরিত্রহীন মানুষ যখনি অপকর্ম করে - তখনি
নিজেকে শ্রেষ্ঠ ভাবে,
কিন্তু, যখনি কর্মের ফল ভয়ানক রূপ ধারণ
করে -
তখনি নিজের ভুলকে স্বীকার না করে
অন্যের স্কন্ধে চাপানোর জন্য ছলনা করতে
থাকে।
- উজ্জ্বল সরদার
৪০★
সংঘর্ষে না নেমে যদি নিজে নিজেকে দুর্বল
সৈনিক ভেবে লুকিয়ে রাখেন, তবে আমি
বলবো তা আপনার মূর্খামি - ভীতু -কাপুরুষতা।
শক্তির পরীক্ষা সর্বদা সংঘর্ষের মাঝে হয়।
- উজ্জ্বল সরদার
৪১★ মায়ের প্রতি আছে আমার গভীর ভলোবাসা,
তা আমি যানি আর মা জানে।
হে নর তুমি যদি আপন মা'কে সম্মান - ভালো না
বাসো,
তবে, বুঝবে না কোনদিন আমার এ'কেমন
ভালোবাসা।
উজ্জ্বল সরদার
৪২★ আমরা সর্বদা সুখ'কে আহ্বান করি,
দুঃখ'কে বরণ করা'তো দূরে থাক -
নয়ন মেলে একবার দেখতেই চাই না ।
কিন্তু, প্রকৃত সুখ - দুঃখের মাঝে'তো জন্ম
নেয়।
উজ্জ্বল সরদার
৪৩★
জীবনে চলার পথে অনেক যুদ্ধের
সম্মুখীন হতে হয়,
কিন্তু, তুমি যদি দেহান্তের ভয়ে বিবাদ কে ভয়
পাও -
তবে এ'সমাজ তোমায় ভীতু কাপুরুষ নামে পরিচিতি
দেবে,
আর যদি নিরলস - নির্ভীক হয়ে ছুটে চলো -
তবে, তুমি বীর বিপ্লবী নামে সমাজে অধিষ্ঠিত
হবে ।
উজ্জ্বল সরদার।
৪৪★
তোমাকে যদি কেউ সত্যিকারে ভালোবাসে,
তবে, মুক্ত অম্বরে তোমাকে রেখে
ভেবে 'ভেবে ' নব গীত রচনা করবে !
কিন্তু, ছলনা করার উর্দেশ্য যদি থাকে -
তবে, তমিস্রা ঘেরা কুঠারী 'তে বার'বার' আবাদ্ধ
করার চেষ্টা করবে।
উজ্জ্বল সরদার।
৪৫★
কুকুরের লেজ টানলে যেমন সজা হয় না,
চরিত্রহীন মানুষের সম্মুখে চরিত্রের প্রশ্ন
উঠলে -
কোন লাভ হবে না।
- উজ্জ্বল সরদার।
৪৬★
কামের অকালে দেহান্ত ঘটে,
প্রেম অমর হতে সদা ছোটে ।
উজ্জ্বল সরদার।
৪৭★
ভালোবাসো যারে, মুক্তি দেও তারে !
ফুলকে ধোরতে যেও না,
কাঁটা ফুটবে -
তখনি তুমি যাবে সকলের ছেড়ে দেহান্তের
পারে।
- উজ্জ্বল সরদার।
৪৮★
হৃদয় সায়বে যদি লহরী জাগে,
তরী ডুবে কাণ্ডারি মরে -
নয়নের এক ফোঁটা সলিলে।
- উজ্জ্বল সরদার ।
৪৯★
প্রেম পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ,
তাই - কাম, লোভ - লালসা, এবং নিজ সার্থ্যের জন্য
প্রেমের সাথে ছল করে -
প্রেমকে অসম্মান করোনা ।
- উজ্জ্বল সরদার।।
৫০★
যে মানুষের হৃদয় প্রেমে অটল,
তার মাঝে কোন অহংকার নেই -
নেই কোন শত্রু !
তাই সে সকল'কে ভালোবেসে সাথে নিয়ে
ঐ'দূর - দিগন্তের পথে সদা অগ্রসর হয়।
কিন্তু, যে মানুষের নিষ্ঠুর হৃদয়,
তার মাঝে অহংকারে ভরা, এবং সে চল - চঞ্চল,
কেবল ছুটে চলে নিজের সার্থ্যের জন্য,
নিষ্ঠুর হৃদয় নিয়ে কেবল ছোটো বড়ো
জাতী ভাগ করে, সকলের সাথে করে চলতে
তার নাক কাটে, শিয়ালের মতো বুদ্ধি চালাকচতুরের
বীরত্ব দেখাতে গিয়ে শত মানবের অসম্মান
করে।
- উজ্জ্বল সরদার।