হৃদয়ের দুঃখে , অম্বর নয়ন হতে ঝর্ণা ঝরিয়ে
কাঁদে,
সকল কে ছেড়ে সে খনে "খনে"চপলা
জ্বালীয়ে নির্জন বন খজে।
ছুটে চলে তাই সমীরে ভেসে এ'দিগন্ত থেকে
ঐ'দিগন্তে,
হর্ষের আবাসে পশিল করতে ,
ধরণী, বনানী, শৈবালিনী, দরিয়ার বুকে
নব প্লাবনে সাজে ।
তার চল - চঞ্চল দুঃখ ভরা হৃদয়ের গম্ভীরতায়,
তমিস্রায় ঢেকে যায় অবনীর মুখ,
তা - দেখে কান্তারে সকল সুখ - সারী চুপ।
যানিনা, আজ মেদিনীর বুকে কি হবে ?
কে রবে? আর কে না রবে?
আজ কাঁদবেনা নভোঃ নীরবে।
তাই অন্তরীক্ষের নয়ন থেকে ঝরছে
ঝর্ণা সম বাদল,
প্লাবনে ধরণী ডুবে কল্লোল।
কিন্তু, তা দেখে দুষ্টু নরের মুখে ফুটেছে
মিষ্টি হাসি,
গীত গেয়ে, নৃত্য করে,
বলে গগনের হৃদয়ে পিড়া দিলে
নয়ন হতে জল ঝরে,
তা দখতে মোরা ভীষণ ভালোবাসি।
///
উজ্জ্বল সরদার।