আজ এ'কি দেখছি আমার স্বর্গ ময় স্বদেশের তরে,
মানুষের মুখে'মুখে' ফুটেছে  বিদ্রোহ,
নিরলস - নির্ভীক  হয়ে ছুটছে নেই আজ কেউ ঘরে।
জাতী -ধর্ম- রাজনীতির হুতাশনে
মোদের ছোট্ট স্বদেশ  হয়েছে আজ উত্তপ্ত,
চতুর্দিক প্রতিশোধ আর প্রতিশোধে সকলে মত্ত।


তাই তমিস্রায় চতুর্দিক ঘেরা,
রুদ্ধ নিলয়ে হাজার জনতা বন্ধী,,
চতুর্দিক ভয়ানক চিৎকারে কম্পিত ধরা।
আজ সকলে চিন্তিত,
যুদ্ধের লেলিহান দেখে আমি অবাঞ্ছিত,
কে এসে ভাঙবে রুদ্ধ দ্বারের খিল?
কে মারবে বন্দুক দিয়ে উড়ন্ত চিল?
কিন্তু দেখছি আজ সকল জনতা মুক্তি চায়,
মারতে চায় শত্রুর মস্তকে ঢিল।


তাই,জেগেছে বীর, ছেড়েছে রাম তীর ,
অসুর দেহান্ত হবে আজ !
চারিদিকে  দেখি যুদ্ধের সাঁজ আর সাঁজ।
কে করবে আজ কাকে  শান্ত?
বোমা,বন্দুক,  তলোয়ার নিয়ে সকলে অশান্ত।
আজ হাজার জনতা চাই বীর বিপ্লবী হতে,
শত্রুকে লোকান্তরে পাঠাবে  এই রাতে।


উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা★