পশ্চিম দিগন্তে আদিত্য অকূলে ডুবেছে,
অবনী'র মাঝে তিমির এসেছে,
দ্বারে তামসী চলছে ।
চারিদিক শান্ত,
মেদিনী নিদ্রারত , সব নিশ্চত্বদ ,
এমন শীতল খনে ঐ'দূর - দিগন্তে কেয়া কান্তার
হতে আসছে এক ঝাঁক শিয়ালের ভয়ানক
চিৎকারের শব্দ।
ওরা দূত হয়ে লুকিয়ে পেরেছে জানতে,
ঐ'ভিনদেশীরা আসছে মোদের ভাসাতে দেহান্তে।

ওরা আবার মোদের স্বদেশে বোমা, বন্দুকের বহ্নি জ্বালিয়ে,
সব কিছু পড়াবে,মোদের অকালে দেহান্ত হবে।
তা দেখে ঐ'ভিনদেশীরা গীত গাবে, নৃত্য
করবে, করবে মোদের মাকে শাসন !
চিল হয়ে নর - নারীর রক্ত -মাংস খাবে,
ছিড়বে তাদের ভয়ানক নক দিয়ে অবয়ব হতো
পোষণ।

উঠবেনা তাই আর অন্তরীক্ষে অরুণ,
আলোয় ঝলমল করবেনা অবনী,
উষা অম্বরে উড়বেনা বিহঙ্গ,
নিদ্রা ভাঙাতে গাবেনা তারা গীত - রাগিনী।
তাই ডাকছি হে ভ্রাতারা এসো এই দুর্ভগা খনে,
এসেছে আবার প্রতিশোধের সুযোগ,
ভিনদেশী দের ধরে বদ্ধ করো কুঠারে,
আজ পালাবার পথনেই বনে ।
যাকে দেখবে মায়ের চরণে বলিদিবে,
হাতে রাখবে সদা তলোয়ার !
তবে, তমিস্রা ঘুচবে,
পূর্ব দিগন্তে কিরণ দেবে প্রভাকর।

উজ্জ্বল সরদার