হে সীমন্তনী !
তব বিহনে আগের থেকে অনেক গেছি
পাল্টে ,
প্রেম, ভালোবাসা, মমতাহীন হৃদয় হয়েছে
যেন এক লহা দণ্ডে ।
কেউ আমাকে ঘসলো,
তবে, আগুন জ্বলল,
কেউ তাকালোনা,
আমি মৃত্তিকায় পড়ে থাকলাম অঙ্গে মরিচা
পড়লো।
আজ অবশেষে হলাম কুষীদ , ধারণ করেছি জীর্ণ,
বাড়ির চৌকাঠে ফেলে রেখেছে আমায়,
বলে তুই পাদুকার থেকেও জঘন্য ।
কোন কাজে"লাগেনা " তোর সর্ব অঙ্গে মরিচাধরা,
কুঞ্জবনে বেরিয়ে পড়লাম তব সন্ধানে ,
শান্তিতে অবয়কে আগুনে জ্বালাবে ওরা ।
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
--------------@-------------