সাইক্লোন এসেছে মোদের  দ্বারে,
এ'তটিনীর বুকে মাঝি কে রে?
তটিনীতে এবার ডুবাতে চায় তরী ,
তুমি আছো কি হুশিয়ার ওগো কাণ্ডারি?

নিবীর্য জনতার মতো  হবে না অন্তরালে লুকালে,
চল্ - চঞ্চল অভ্র মাঝে তো চপলা জ্বলে।
স্রোতস্বতীর স্রোত চিরে পাড়ি দিতে হবে বৈঠা হাতে ,
রুদ্র  রূপে, এ'সন্ধ্যা - রাতে।

যানি, আজ ভূধর ভেঙে পড়ছে সলিলে,
সলিল উঠেছে ফুলে- কূলে কূলে !
লহরী'তে উত্তল তটিনী ;
যেতে হবে তরীতে দুলে দুলে।
তবুও হতে হবে তোমায় পার,
ওগো কাণ্ডারি আছো কি হুশিয়ার?

যদিও ছিড়ে যায় পাল,
তবুও রাখতে হবে তোমায় ধরে হাল্।
পুলিন ভেঙে সলিলে ভেসে যাবে ধরণী,
দেহান্ত হবে নিঃশপাপ জনতা  তা মোরা জানি।
লোহিত রক্ত জল হয়ে তব অবয়ব হতে পড়বে ঝরে,
তবুও নির্ভীক হয়ে তোমায় যেতে হবে কিনারে।

/\
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা