পেয়েছে মোর আজ হৃদয়ে তৃষ্ণা,
অভাগা সেজে তরুর নিচে বসে'আছি,
হারিয়েছি দিশা।
বৈশাখ  হুতাশন জ্বলিয়ে মোরে  পড়ায়,
এর কবল থেকে বাঁচাতে পারো ওগো অম্বর,
তুমি করুণা ময়।

আজ চারিদিক পুড়ে করছে খাঁ - খাঁ,
মেদনী হয়েছে মরুভূমি সম,
হে প্রিয় অম্বর !
করুণা করে অভাগাদের জীবণ বাঁচা।
অবনী'তে সতেজ যতো মহীরুহ ছিল,
শেষ অবধি সেবা করে গেছে মোদের,
খাদ্যের অভাবে আজ জীর্ণ হলো ।
ছিলো যতো তাদের ফুল, ফল , পাতা,
ঝরে পড়েছে আজ মৃত্তিকায়,
চিৎকার ধ্বনিতে পৃথিবী কাঁপাছে
ভাসছে সকলে দেহান্তের ভেলায়।

তবে কবে করুণা করবে ওগো করুণাময়?
তুমি'তো নৃত্য করো ঈশান কোনে এমন সময়।
তবে কেন হয়ে আছো আজ শান্ত?
অভ্র অশান্ত, ছুটে চলছে হে অম্বর
তোমার গাত্র দিয়ে,
শ্রেষ্ঠ কেমন বীর তুমি?
প্রমাণ করো চপলা জ্বালিয়ে।
/\
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
-----------★-----------