তব আঁখি তুলে মোর্ মুখে তাকাও,
মৃত্তিকার দিকে চেয়ে আছো
লজ্জা কেন পাও?
আমি যে তোমারে ভালবেসেছি,
যুগে যুগে সাধনায় বসে
তোমায় ডেকেছি।
এ'বসন্তে বনে ফুটেছে যতো ফুল,
রূপে গুনে তারা অতুল,
কুড়িয়ে এনেছি, তব চরণে দিয়েছি,
দিয়েছি নিজ হাতে পরিয়ে তব কানে দুল।
দেখেছিলুম প্রথম তোমারে এ'নিধুবনে ,
তামসী'তে জ্বলছিল ইন্দু তখন গগনে।
কাঞ্চন মালা ছিল তব গলে,
কানের দুল মারুতে নৃত্য করছিল দুলে দুলে।
নয়ন দুটি ছিলো কাজলে আঁকা,
ঠোঁট তব বসন্ত ফুলের পাপড়ির স্মৃতি রেখা,
হর্ষে বলেছি হে প্রিয় !
তুমি মোর্ সখী - আমি তব সখা।
তুমি সুন্দর্ , সুন্দর তব অন্তর,
সুধার সৈকত সৃষ্টি করেছো,
অভাগার তৃষা মিটিয়েছো,
সৃষ্টি করেছো এ'বিশ্ব সংসার!
ওগো তুমি চিরকাল অমর।
গাত্রে তোমার বহ্নি জ্বলে,
বাহুতে খাড়া, ত্রিশূল,
অহংকারি অশুরের লোহিত রক্ত চরণ তলে,
মৃত্তিকায় চেয়ে দেখ আজ ভোলা তব পদ তলে।
তবে, আজও কি বলতে চাও মোর্ মাঝে নেই প্রেম?
আজ তব দ্বারে তার প্রমাণ দিতে এলেম।
দেখাবে আজ অভাগার ভক্তি,
তোমার চরণে কি বলিদান দিলে পাবে তুমি তৃপ্তি ?
আজ তোমায় নিয়ে গড়বো নব ইতিহাস,
ভালোবেসে নিজের মস্তক ছেদ করে,
তব চরণ রাঙিয়ে ;
মুক্তি দিবো শেষ -নিশ্বাস।
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা।
-----------★----------