১★"
কোন কারণ বসত হৃদয়ে যখন রাগ জন্ম
নেয়, তখন তাকে সর্ব অবয়ব মাঝে ধারণ করে
বিলীন করাই উত্তম ।
কারণ,রাগ থেকে যুদ্ধের জন্ম হয় - আর যুদ্ধ
ভূমিতে কেবল রক্ত পাত ঘটে।
...উজ্জ্বল...
২★"
তট হারাইয়া মাঝি সাতরাইতে সাতরাইতে যখনি তট খুঁজিয়া
পায়, তখনি আনন্দ করিতে করিতে জ্ঞান হারাইয়া মাঝি
অহংকার সৈকতে ডুবিয়া যায়।
..উজ্জ্বল..
৩★
যুদ্ধ -আর - সংসার দুই সমান,
সর্বখনে সংঘর্ষ করে বেঁচে
থাকার ইচ্ছা প্রশমন করতে হয়।)
৪★
আপন ভালবাসায় তুষ্টি হলে কি
আর জীবন কে চেনা যায়?
জীবনকে চিনতে হলে মেদিনী
কে ভালবাসতে হয়।
..উজ্জ্বল..
৫★
জীবনের তরী যতো দূর যাবে,
কিছু প্রাপ্ত হক আর না হক -
জ্ঞান প্রাপ্ত হবে।
উজ্জ্বল।
৬★
অতীব সুন্দর ফুলের - অতীব
অহংকার,
একারণে অবনীতে তারা হয়
বিনষ্টের শিকার।
..উজ্জ্বল..
৭★
জীবন মার্তণ্ডের ন্যায় সদা বহ্নি জ্বালাতে
থাকে,
আর এর তাপ সুখের শীতল ইস্পাতকে ধিককার
দিয়ে -
দুঃখের কঠিন ইস্পাতকে উত্তপ্ত করে !
যার কারণে অবয়ব মাঝে জীবন কে ধরে রাখা
কঠিন কার্য হয়ে পড়ে।
..উজ্জ্বল সরদার..
৮★
মানুষ পৃথিবী'তে জন্ম নেই সঠিক কর্ম করে
যগৎ সংসার কে ভালোবেসে পাপ থেকে মুক্তি
লাভ করে অমর হতে, অর্থাৎ এই নরক থেকে
মুক্তি লাভ করতে।
কিন্তু, একবার ভেবে দেখুনতো
কেউ কি সঠিক কার্য করে ? লোভ - লালসা - অহংকারে ভাল কর্ম করতে গিয়ে কেবল জড়িয়ে পড়ে পাপ থেকে পাপ কর্মে।
উজ্জ্বল।
৯★
মানুষ ভুল কর্ম করে যখন ভুল কর্মের ফল
আর্সাধন করতে না পারে,
তখন নিজের আত্মার প্রতি অধিকার ফোলাতে
শুরুকরে !
এবং এক মুহূর্তে দেখা যায় - কোন পথ না
পেয়ে অবশেষে দেহান্ত'কে বরণ করে
নিয়েছে ।
কিন্তু, মূর্খ মানোব একবার ও ভাবেনা যে জন্ম
- মৃত্য কেবল ঈশ্বরের হাতে।
উজ্জ্বল সরদার।
১০★
মানুষ যখন ভুল কার্য করে নিজের ভুল
কার্য'কে শিকার করে নেয়,
তখন সে অপরাধের বিচারক ও তিনি হয়ে
যান।
তাই নিজেকে তিলে 'তিলে'শাস্তি দিয়ে
দেহান্তের পথে এগিয়ে নিয়ে যেতে থাকে।
...উজ্জ্বল সরদার..
১১★
জীবন হলো একটা অভিনয় ক্ষেত্র,
সদা তোমাকে উজ্জ্বল রঙ্গমঞ্চ অভিনয় করে
তবেই পথ চলতে হবে।
..উজ্জ্বল..
১২★
বসন্তের পুষ্প বৈশাখ এলে ঝরে পড়ে
মৃত্তিকায়,
কিন্তু, ঝরে পড়ার আগে সে ফলের জন্ম দিয়ে
যায় !
কারণ, সে যগৎ সংসার কে ভালোবাসে -
তাই জীবন দিয়ে সকলের তৃষ্ণা মেটায়।
..উজ্জ্বল সরদার. ।
১৩★
ফুল সদা সুন্দর,
যদিও একসময় সে মার্তণ্ডের বহ্নিতাপে
মৃত্তিকায় ঝরে পড়ে,
তবুও তাকে সুন্দরের শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়।
..উজ্জ্বল সরদার..
১৪★
যখন নিজের আপন বিশ্বস্ত মানুষ গুলি
লোভের বশীভূত হয়ে গোলায় ছুরী বসায়,
তখন মনে হয় এই প্রথম বুঝি আমার জ্ঞান
ফিরলো।
হৃদয়ে প্রশ্ন যাগে এতোদিন কোথায় ছিলাম ?
শীতল শান্ত হৃদয়কে অবয়ব মাঝে বেধে মনে
হবে
এই বুঝি আমি প্রথম মেদিনী কেদেখলাম - চিনলাম।
..উজ্জ্বল সরদার..
১৫★
প্রেমে পড়ো -
কিন্তু, কামে পড়োনা।
প্রেম - জীবকে বাঁচতে সেখায়,
আর কাম, তিলে - তিলে মৃত্যু ঘটায়।
উজ্জ্বল সরদার..
১৬★
তোমার শীতল সমীর ছড়ানো পাখা হও,
পাখা যেমন তার সর্ব অবয়ব দিয়ে -
মার্তণ্ডের বহ্নিমাঝে
আমাদের সেবা করে,
তোমরাও এ জগত সংসার কে ভালো বেসে -
সুখ, দুঃখে একে অপরের সাথী হও।
..উজ্জ্বল সরদার..
১৭★
সংসার কে সুখে রাখতে হলে হে "নর" গৃহিণী
কে ভালোবাসো এবং সম্মান করো।
..উজ্জ্বল সরদার...
১৮★
সুখ'সুখ' করে সেই কবে থেকে ছুটছো
অভাগা,
আজও কি পেয়েছো সুখের দেখা ?
সুখ যে নয় বৃক্ষ অমৃত ফল -
যে দেখা মাত্র পেড়ে খাবে,
সুখ হচ্ছে প্রেমের বাতাস -
ছোঁয়া, ধরা, যায়না দেখা - হৃদয়ে করে
কেবলি বসবাস।
..উজ্জ্বল সরদার...
১৯★
চলার পথে কম বেশি শক্র সকলের পায়ে এক
সময় না এক সময় জড়িয়ে যায়,, তবে একবার
ভেবে দেখুন তো এই শক্র গুলো কারা? হা
আপনার কাছের মানুষ।
কেউ বন্ধু, বা এক সময়ে সব থেকে কাছের
ছিল, এবং অতি ঘনিষ্ঠ মানুষ।
তাই আজ থেকে সাবধান, বিশেষ করে
কাছের বন্ধুদের উপর।
উজ্জ্বল. .....
২০★
বড়ো'বড়ো' দুটি কথা বলে যদি নিজে -
নিজেকে সর্ব শ্রেষ্ঠ জ্ঞানী ভাবেন,
তবে, সেটা হবে আপনার মূর্খামি।
মনে রাখবেন - আপনার থেকেও জ্ঞানী
নিশ্চয় অবনী'তে একজন আছে।
- উজ্জ্বল সরদার।
২১★
মাতা সদা সন্তান'কে ভালোবাসে,
সন্তানেরও উচিত মাতাকে ভালোবাসা এবং সঠিক
সম্মান দেওয়া।
যে সন্তান মাতা কে ভালোবাসে'না,
সে নিজের দেশকেউ কখনো ভালোবাসতে
পারেনা।
অর্থাৎ, সে মানব দেশের জন্য অমঙ্গল
ডেকে আনে -
কারণ সে দেশকে ভালোবেসে বুকের রক্ত
ঝরিয়ে নিজেকে কখনো বলিদান দেবে না।
- উজ্জ্বল সরদার
২২★
তুমি যদি কাউকে ভালোবাসো,
তবে, আদিত্যের নেয় ভালোবাসবে।
আদিত্য - মেদিনী'কে ভালোবেসে সারা
জীবন কিরণ বিলিয়ে নব জীব সৃষ্টি করে
চলেছে,
তবুও, সে মেদিনীর কাছে আজও কিছু চাইনি।
- উজ্জ্বল সরদার
২৩★
নিজের সুন্দর অবয়ব আগুনে পড়ালে -
যদি হাজার জনতা মুক্তি পাই,
তবে, এই ভয়ানক কার্য করাও উত্তম।
..উজ্জ্বল সরদার...
২৪★
পরিপক্বতা বীজ মৃত্তিকায় পড়ে -
অবনীতে সুন্দর বৃক্ষের সৃষ্টি হয়,
তাই একদিন সকলের শ্রেষ্ঠ বৃহৎ অবয়ব ধারণ
করে -
সকলের মাথার উপর মা রূপে আঁচল মেলে দাঁড়াতে
শক্ষম হয়।
- উজ্জ্বল সরদার।
২৫★
যুদ্ধ ক্ষেত্রে নেমে কখনো মনোবল
হারানো উচিত নয়,
তাহলে শত্রু আপনাকে দেখে অতি সাহসী
হয়ে -
বীরত্ব প্রকাশ করবে।
- উজ্জ্বল সরদার।
২৬★
কাণ্ডারি যেমন লহরী চিরে তরীকে ঠিক তার
গন্তব্যে নিয়ে যায়,
তেমনি আপনিও সকল বাঁধা অতিক্রম করে আপনার
লক্ষ ভেদ করুণ।
তবে, জীবনে সফলতা আসবে।
..উজ্জ্বল সরদার..
২৭★
হে মানবী !
তুমি আমার প্রেমে দিশা না হারিয়ে -
নক্ত খনে অন্তরীক্ষের চন্দ্রমা হও,
তবে, তোমার রূপের দীপ্তিতে -
অবনী আলোকিত হবে।
এবং আমিও সে প্রেমে সন্তুষ্ট হবো।
..উজ্জ্বল সরদার..
2৮★
পুষ্প যেমন তার সুগন্ধ কখনো পরিত্যক্ত করে
না,
তেমনি হে সীমন্তনী !
তোমার সতীত্ব'কে বিসর্জন দিয়ে -
তমিস্রায় ঘেরা কুঠারিতে প্রবেশ করে সকলের
মুখে নিজ অমৃত তুলে দিওনা।
তবে এই "নর" তোমাকে আর পৃথিবীর
শ্রেষ্ঠ বলে গণ্য করবে না।
- উজ্জ্বল সরদার।
২৯★
আজ নিজেকে প্রশ্ন করুণ -
সারা দিন বিহঙ্গ হয়ে ছুটে জীবন কে কি
দিলেন?
দিন একটা গেলো, জীবনও একটা দিনের সময়
হারালো,
তবে কেন অযথা লোভ, লালসা, অহংকারের পাছে
পড়ে চরিত্রকে কেন কালিমা করছেন?
- উজ্জ্বল সরদার।
৩০★
যুদ্ধের সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন,
তবে ভালো করে ভেবে চিন্তে তবেই
নেন।
কারণ, অপরের রক্ত দেখতে গিয়ে -
নিজের রক্তকেউ অপরকে দেখাতে হতে
পারে।
..উজ্জ্বল সরদার..