এ'তোমার কেমন ভালোবাসা?
মুখে মিষ্টি মিষ্টি কথা, হৃদয়ে বড়ো চাওয়া,
জড়িয়ে ধরে সর্ব অঙ্গে চুমু চুম্বন,
নিশীথিনী ক্ষণে, নিরালয় বনে , আমাকে লয়ে
কেবল প্রেমের মালা গাঁথা।
এ'তোমার কেমন ভালোবাসা?
শত শত নক্তের ইন্দু ক্ষণে আমাকে লয়ে ভাসো
প্রেম সাগরে,
রাঁধা সাজিয়ে, আপনায়ে কৃষ্ণ হয়ে,
লিলা করতে থাকো
এই নিধুবনে।
এ'তোমার কেমন ভালোবাসা এ'যৌবনে?
ঠোঁটে রং লাগিয়ে, সর্ব অঙ্গে সুগন্ধ
ঢেলে,
যখন এলো কেশে, দক্ষিণা বসন্ত বাতাসে, ফুল
হয়ে ফুটি বৃক্ষের শাখায়,
তখন তুমি উড়ে এসো প্রজাপতির মতো রং
বেরংএর ডানায়।
বাহু দিয়ে, আমাকে বুকে জড়িয়ে, সর্ব
অঙ্গের সুগন্ধ নিতে থাকো নিঃশ্বাসে নিঃশ্বাসে।
এ'তোমার কেমন ভালোবাসা রচিত হল বিশ্বে ?
তবুও,স্মরণ করোনা ফেলে আসা দিন গুলি একবার,
আত্তিয় পরিজন, কিভাবে চলছে ভুবন?
হয়েছো আমার প্রেমের নটরাজ কবি,
নিজে নিজেকে ভাবো শ্রেষ্ঠ মহান।
তবে, হে প্রেমের কবি,
আমাকে লয়ে কি রচনা করতে চাও প্রেমের
গীতি?
তবে, মোরে ভুলে
সবিতা হয়ে জ্বলে ওঠো অন্তরীক্ষে।
আসুক দিবস,ঘুচুক রজনী, তখন তুমি না -
আমি হবো তোমার প্রেমের রাগিণী।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা