জয় - জয় - জয়, জয় হইয়াছে মোদের জয়,,
প্রাচী অম্বরে উঠিয়াছে মার্তণ্ড ,
কিরণে ঝলমল করিতেছে সর্ব অঙ্গ,
ভয় নাই,  আর ভয় নাই।
ছাড়িয়া দাও এবার তব তরী,
মোরা একে অপরের বাহু ধরি।
ছুটিয়া চলিয়া, লুটিয়া পড়ি মায়ের চরণ তলে,
চতুর্দিক আজ মোদের বিদ্রোহের দহন জ্বলে।

তবুও, আর হইবে না নত মাথা,
লেখা হইবে আজ লোহিত রক্তের গ্রন্থ গাঁথা ।
দিয়াছি যতো অকারণে রক্ত,
এবার তার শুধ আসলের হিসাব নিবো
হইয়াছি তাই মর্ত।
তোরা চল্, চলরে ছুটিয়া চল্,,
মুক্ত আলোর সন্ধান মিলিয়াছে,
দেখি বাঁধা দেয় কোন দল।

নিলীমার উপর নীল গিয়াছে শরে,
ঝলমল করিতেছে রবি,
কিরণ পড়িতেছে অবনীতে ঝরে।
য'তো মহাকাল, গড়িয়াছিল  মোদের দ্বারে দল,
লুকাইতেছে তারা,
মোদের বিদ্রোহে হইয়াছে সর্বহারা।
মোদের নৃত্যের কাঁপনে কাঁপিতেছে ভুবন,  
পাপের হাড়ি পূর্ণ হইয়াছে,
বাঁচার জন্য গাহিতেছে  গান।

তবুও, আর দিতে চাইনা উহাদের ক্ষমা করিয়া,
বারে - বারে দিয়াছি কোমল হাতটি বাড়িয়া,
অপমান, লাঞ্চনা, রক্ত খাইয়াছে বুক চিরিয়া,
মা, বোনের মাংস খাইয়াছে,
ধর্ষণ হইয়াছে মোর্ প্রিয় জায়া।
তাই যখনি পাইবো দেখিতে উহাদের, যাহা
কিছু আছে তাই নিয়া বিনাশ করিয়া,
বুকের রক্ত দিয়া ইতিহাস লিখিবো
মোদের।
করিবো আজি উহাদের সব শেষ,
প্রতিজ্ঞা  করিয়াছি সকলে মিলিয়া
গড়িবো শান্তির সমাবেশ।

উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা