..
চলে গেছো কেন হে সজনী,
তোমাকে লয়ে  ভাবতে -
ভাবতে পার করছি যামিনী।
তোমার প্রেমে মত্ত হয়ে নব
গীত গেঁথেছি,
হৃদয়ে বিনা বাজিয়েছি,
ভালো বেসেছি,
আরো ভাল বাসতে চাই !
তোমার প্রমের তরীতে কাণ্ডারি করো আমায়।

তুমি ফিরে এসো হে প্রিয়তমা!
মোরে করো ক্ষমা।
মিছে মিছে অভিমান করে
রাখেছো কেন  রুদ্ধ করে দ্বার?
তুমি মোর্, আমি তোমার!
দেখা দেও হে প্রিয়তমা এবার।
তোমার দেখতে
আজ বসন্ত হয়েছি,
মার্তণ্ড হয়ে অন্তরীক্ষে কিরণ বিলিয়েছি।
সুখের অবনী গড়ে কালিদাস হয়ে আরো তব কাছে যেতে চাই,
তুমি দেখা দেও হে প্রিয়তমা এই সময়।

উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা।