হৃদয়ের জানালা খুলে কে তুমি এসেছো?
যামিনী ঘুচেছে, দ্বারে প্রভাতী এসেছে,
কিরণ বিলিয়ে কাকে এতো ভালোবেসেছো?
হৃদয়ের জানালা খুলে কে তুমি এসেছো?
তোমার ছোঁয়ায়, নেচে উঠেছে সকল হৃদয় !
কুসুম ফুটেছে ,
সুগন্ধে মোর্ হৃদয় ভরেছে,
বাহু দিয়ে আলিঙ্গন করতে চাই তোমায়।
আনন্দে আমি আত্মভোলা,
হয়েছি মোহন বালা !
নৃত্য করছি,
বিহঙ্গ হয়ে উড়ে চলছি,
যোগী হয়েছি,
ঝুলিয়েছি স্কন্ধে ঝোলা।
হৃদয়ের জানালা খুলে কে তুমি এসেছো?
যামিনী ঘুচেছে, দ্বারে প্রভাতি এসেছে,
কিরণ বিলিয়ে কারে এতো ভালোবেসেছো?