মোর্ জীবনের গাঁথা মালা গেছে ছিড়ে,
প্রসূন পড়েছে ঝরে ঝড়ে।
ভাসছে সব তরী বিহীন,
অনন্ত পথে তুহিন।
যানিনা,
কবে তোমার কিনারা পাবো?
আমি সেদিন কি আর রবো?
সব হারিয়ে হয়েছি পথের পান্থ,
লুণ্ঠিত তব চরণ তলে হতে চাই শান্ত।
এখন,
তটিনীর বুকে লহরীতে ডুবছি,
আঁধা মরা হয়ে তব নাম ধরে ডাকছি,
ব্যর্থ হয়েছি, দেহান্ত হয়ে সায়বে ভাসছি।
মোর্ জীবনের গাঁথা মালা গেছে ছিড়ে ,
প্রসূন পড়েছে ঝরে ঝড়ে।
♣♣♣♣♣উজ্জ্বল সরদার ♣♣♣♣♣♣