ব্যস্ত- ব্যস্ত, সকলে নিজ কাজে ব্যস্ত,
পান্থরা দিনে দিনে হয়েছে পরাস্ত।
বহ্নি কুণ্ডলীতে উঠেছে স্বদেশ ঝলসে,
দিন দরিদ্র দুখী মানুষ বন্ধী-রুদ্ধ আবাসে।
ঘরের চালে নেই তাদের খড়,
রোদ, বৃষ্টিতে হৃদয় মাঝে উঠেছে ঝড়।
যা ছিল নিজেদের,
দিতে বাধ্য হয়েছে রক্ত চুষা দালালের।
সব হারিয়ে হয়েছে আজ সর্বহারা,
লুণ্ঠিত হয়ে পড়ে আছে আধমরা।
ব্যস্ত - ব্যস্ত, সকলে নিজ কাজে ব্যস্ত,
মোরা হবো না আর ওদের হাতে পরাস্ত।
তই,আজ ঘটেছে বসন্তের আগমোন,
মরা জীর্ণ বৃক্ষে পাতা ধরেছে ধারণ।
সকল পথচারী হয়েছে অাজ এক,
ওদের বিদ্রোহ দেখে হয়েছি অবাক।
যারা প্রতিনিয়ত করে মোদের সাথে অন্যায়,
তারা আজ ভয়ে কাননে লুকায়।
♣♣♣♣উজ্জ্বল সরদার ♣♣♣♣