ওগো সুন্দরী বিদেশীনি, তব এতো অহংকার কিসের ?
মোদের দেখে তব হৃদয়ে কেন উঠলো বেজে নিষ্ঠুর বাঁশি ?
আজ মোর্ মুখের বানি হয়েছে রুদ্ধ, কি আর বলবো তোমাদের।
কালো, কুষীদ কী জঘন্য দেখতে, নাম যে তোমাদের কৃষক।
ভাঙা কুড়ে ঘরে থাক, একবার আমাকে দেখো।
ওগো সুন্দরী বিদেশীনি, তব এতো অহংকার কিসের?
থাকতে পারি কালো কুষীদ, মনটা যে তব থেকে বড়ো।
জীবের সেবাই করেছি নিয়োজিত, তোমাদের থেকে শ্রেষ্ঠ।
লাঙল - জওয়ান লয়ে থাকি মাঠে পড়ে,
সবুজ শস্য শ্যামল ভরিয়ে দেই এই পৃথিবীর তরে।
তবে এতো অহংকার কিসের নিজেকে লয়ে?
রাঁধাবরণ হয়ে থাকো যে শহরে পড়ে,
লোভ লালসায়
মোদের সবকিছু ছিনিয়ে নিয়েছো মোন্ ভরে।
তবে এতো অহংকার কিসের নিজেকে লয়ে?
আমাদের দেহের রক্ত, হৃদয়ের দুঃখ, চোখের জল দিয়ে বানানো অট্টালিকায় থাকো যে পড়ে।
নিজে কী কররছো সমাজের কল্যাণে?
যা কিছু করি সৃষ্টি, কেড়ে নিয়ে মোদের থামিয়ে দাও দৃষ্টি!
তবে,
মোদের দেখে তব হৃদয় মাঝে হচ্ছে কেন ঘৃণার বৃষ্টি?
..
উজ্জ্বল /সরদার।