এই রজনী , হবে না মোর্ শেষ শমনী।
ফুরাবে না স্মৃতির পাতা,
লিখে যাবো আমি তব প্রেমের গীত গাথা।
অন্তরীক্ষে ইন্দু বাহু তুলে মোরে ডাকে ,
পড়ছে ঝরে তার রূপের আলো মোর্ বুকে।
শিশির পড়ছে ঝরে জমাট বাধিয়াছে ঘাসে,
আমি আর তুমি গল্প করছি পাশা পাশি বসে।
গুটি গুটি পায়ে আসছে পবন,
আমাকে- তোমাকে জড়িয়ে করছে আলিঙ্গন,
আমি ও তব মাঝে বিলীন হয়ে ঘুরবো সুখের ভুবন।