গগনে অভ্র ধরেছে নব গান ,
বৃষ্টি নৃত্য করে ভরাচ্ছে মন প্রাণ ।
তার ছোঁয়া পেতে ফুটেছি ফুল হয়ে বৃক্ষে,
চুপিসারে দেখছি নৃত্য নিজ সচক্ষে।
সখার চোখে এ'কি দৃষ্টি ?
প্রেম ছড়িয়ে করতে চায় নব কিছু সৃষ্টি।
ছুঁতে চায় আমার ,
মোর্ অঙ্গে কেমন সুগন্ধ দেখবে এবার।