সখী,
কোন কাননে আছো লুকিয়ে তুমি ?
তব জন্য ব্যাকুল আমি।
তুমি দেও মোর্ ডাকে সাড়া ,
কি করে আর বেঁচে থাকবো তোমায় ছাড়া?
রবির কিরণে অবনীর মুখে ফুটেছে হাসি,
ফুল ফুটে ছে শরতে রাশি - রাশি।
পাখি প্রভাতে ধরেছে গান,
শান্ত হয়েছে মোর্ প্রাণ,
তব জন্য নিলয় গড়েছি কৈলাস সমান।
তবে সখী মোরে ছেড়ে কেন গেলে?
প্লাবন ডেকেছি অশ্রুজলে।
কি পেয়েছো তার মাঝে ?
তার জন্য সেজেছো বধূ সাজে,
মোর্ হৃদয়ে বিরহের মাদল বাজে।