মাগো তোমার চরণ তলে একটু জাইগা দেও,
নির্জনে নিরবে একা সজন মোর্ হও।
দিবা নিশি কাটিয়ে দেবো  তব পদতলে,
তুমি দিওনা আমায় ফেলে জলে।
মনের সকল দুঃখ বলতে চাই তব কাছে,
নয়ন জলে তব চরণ ধুয়ে, আঁচল দিয়ে- দেবো মুছে।

বৃক্ষ হতে পুষ্প এনে সাজিয়ে দেবো তব ঐ  চরণ,
ধুপ, প্রদীপ জ্বালিয়ে করবো প্রতি সন্ধ্যায় তোমাকে বরণ।
যদি  জায়গা না পাও খুজে  তবঐ চরণ রাখতে,
আমার মস্তক দেবো পেতে,
তবে তোমায় ছাড়বোনা এই জন্মেতে।

তব কাছে চাইনা  টাকা, পয়সা ধন,দৌলত,
যদি, মোর্ দিতে চাও মোন খুলে দিও একটু আশির্বাদ।
সকল অভিমান ভুলে আমাকে নেও কলে তুলে,
মমতার আঁচল দেও আমার সর্ব অঙ্গে মেলে।


উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা